• কুনোতে জন্ম তিন চিতা শাবকের
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নামিবিয়া থেকে আনা হয়েছিল আশাকে। সেই আশা মা হল। কুনো জাতীয় উদ্যানে আশা জন্ম দিল তিনটি শাবকের। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রজেক্ট চিতার সাফল্যের কথা বলেছেন তিনি। সঙ্গেই এই প্রকল্পের সঙ্গে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি লিখেছেন, "প্রকল্পের সঙ্গে জড়িত সমস্ত বিশেষজ্ঞদের, কুনো বন্য প্রাণী কর্মকর্তাদের, এবং ভারত জুড়ে বন্য প্রাণী উৎসাহীদের আমার অভিনন্দন।" ২০২৩ সালের মার্চ মাসে আর একটি চিতা সিয়া, পরবর্তীতে যায় নাম হয় জ্বালা, সে চারটি শাবকের জন্ম দিয়েছিল। জ্বালাকেও নামিবিয়া থেকে কুনোতে আনা হয়েছিল।
  • Link to this news (আজকাল)