• ৩ জানুয়ারি হল না বিজ্ঞান কংগ্রেস
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: শতাব্দী প্রাচীন ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হল না এবছর। প্রতি বছর ৩ জানুয়ারি শুরু হয় ৫ দিনের বিজ্ঞান কংগ্রেস। প্রতি বছর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যদিও কোনও কারণ না দেখিয়ে এবারের বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়েছে। পরে আদৌ অনুষ্ঠিত হবে কিনা, তাও জানানো হয়নি।২০২১ এবং ২০২২ সালে করোনার কারণে বিজ্ঞান কংগ্রেস হয়নি। ২০২৩ সালে ১০৮তম বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। অনলাইনে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিজ্ঞানের অগ্রগতি, গবেষণা সহ নানান দিক তুলে ধরা হয় ৫ দিনের বিজ্ঞান কংগ্রেসে। গত বছর অনলাইনে থাকলেও তার আগের বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। বিজ্ঞান কংগ্রেসের আয়োজন করে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। সূত্রের খবর, এই সংস্থার সঙ্গে সংঘাত তৈরি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের। সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তাদের অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করে দেয় বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। যদিও সেই অভিযোগ খারিজ করে দেয় সায়েন্স কংগ্রেস অ্যাসোসিয়েশন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ জানায়, সরকারের কোনও টাকা খরচ করা হবে না বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের খাতে। আর্থিক সহায়তা বন্ধ করা নিয়েই সরকারের সঙ্গে বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সংঘাত তৈরি হয়। সেই সংঘাতের জল আদালত পর্যন্ত গড়িয়েছে। সরকারের সঙ্গে দ্বন্দ্বের কারণেই এবার বিজ্ঞান কংগ্রেস আয়োজিত হয়নি বলে সূত্রের খবর। যদিও ৩১ মার্চের আগে এই অনুষ্ঠান হওয়ার ব্যাপারে আশাবাদী বিজ্ঞান কংগ্রেস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার ভার্মা।
  • Link to this news (আজকাল)