• বিদেশ মন্ত্রকের মুখপাত্র হলেন রণধীর জয়সওয়াল
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রবীণ ‘ইন্ডিয়ান ফরেন সার্ভিস’ বা আইএফএস অফিসার রণধীর জয়সওয়াল, ভারতের বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ১৯৯৮ ব্যাচের আইএফএস অফিসার জয়সওয়াল, অরিন্দম বাগচীর স্থলাভিষিক্ত হলেন। বুধবারই তিনি এমইএ" র মুখপাত্র হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। উত্তরসূরির হাতে দায়িত্ব তুলে দেন অরিন্দম বাগচী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই বিষয়ে বার্তাও দিয়েছেন। ২৯ ডিসেম্বর, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাগচী জানিয়েছিলেন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসেবে সেটাই তাঁর শেষ সাংবাদিক সম্মেলন। সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। তাঁর পরে কে এই কাজ এগিয়ে নিয়ে যাবেন? সেই প্রসঙ্গে রণধীর জয়সওয়ালের নাম বলেছিলেন তিনি।এদিকে, জেনেভায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হয়েছেন অরিন্দম বাগচী।
  • Link to this news (আজকাল)