• ডুয়ার্সের নাগরাকাটায় হাতির হামলায় মৃত ২
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: গবাদি পশুর জন্য ঘাস কাটতে জঙ্গলে ঢুকে বুনো হাতির হামলায় ২ জনের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের পানঝোড়া জঙ্গলে। বনদপ্তরের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে জাতীয় সড়ক ও চাপড়ামারি অভয়ারণ্যে সংলগ্ন চালসা রেঞ্জের অন্তর্গত এই জঙ্গলে নিয়মিত স্থানীয় বাসিন্দারা ঘাস কাটা ও পশুচারণের জন্য ঢোকেন। বুধবারও স্থানীয় দুই ব্যক্তি হরসিং মুন্ডা এবং গোপাল তামাং ঘাস ও পাতা সংগ্রহের জন্য জঙ্গলে ঢুকেছিলেন। সেই সময়ই একটি বুনো হাতি তাঁদের আক্রমণ করে। হাতিটি তাঁদের তাড়া করে ধরে শুঁড়ে পেঁচিয়ে পদপৃষ্ট করে দেয়। ওই জঙ্গলের অন্যান্য পশুপালকদের থেকে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তারা হাতিটিকে তাড়িয়ে দুজনকে উদ্ধার করেন। ঘটনাস্থলেই হরসিং মুন্ডার মৃত্যু হয়, গোপাল তামাংকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত দুজনের বাড়ি পানঝোড়া বনবস্তি এলাকায়।চালসা নেচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার সোসাইটির সম্পাদক তথা পরিবেশপ্রেমী মানবেন্দ্র দে সরকার জানান, এই এলাকার চা বাগান ও বনবস্তির বাসিন্দা অনেকেই বনের ভিতরে জ্বালানি কাঠ ও ঘাস আনতে ঢোকেন। প্রায়ই হাতি সহ বন্য জন্তুর আক্রমণে অনেকে প্রাণও হারায়। জঙ্গলে এভাবে ঢোকা যে বেআইনি এবং এতে বিপদের যথেষ্ট আশঙ্কা থাকছে সেবিষয়ে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার করা হলেও এই প্রবণতা কমানো যায় নি। 
  • Link to this news (আজকাল)