• শ্রীরামপুর সিল্ক হাব, আপত্তি নেই কৃষকদের
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: জমি জট কাটল, আর সিল্ক হাবে আপত্তি নেই কৃষকদের। জমি বাবদ প্রাপ্য মিললে আপত্তি থাকবে না প্রস্তাবিত প্রকল্পে। বুধবার শ্রীরামপুরে প্রস্তাবিত সিল্ক হাবের জমি মাপজোক করতে গিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের উপস্থিতিতে প্রকাশ্যে উঠে আসে কৃষকদের এই দাবি। শ্রীরামপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের প্রভাস নগর এলাকায় সিল্ক হাব হবে, ২০১৬ সালে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবুও জমি জটে থমকে ছিল সিল্ক হাবের কাজ। কয়েকদিন ধরে সেখানেই জমি ভরাট করতে মাটি ফেলার কাজ শুরু হয়েছে। প্রায় কুড়ি একর জমির উপর গড়ে উঠবে সিল্ক হাব। এদিন সকালে প্রস্তাবিত শিল্ক হাবের জায়গা মাপজোক করতে যান মহকুমা ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক এবং কর্মীরা। সঙ্গে ছিলেন শ্রীরামপুর পুরসভার কাউন্সিলররা। জমি মাপার কাজ চলাকালীন কৃষকরা জড়ো হন সেখানে। সরকারি আধিকারিকদের সামনে কৃষকরা তাদের দাবি জানান। কৃষকদের দাবি, বহুদিন ধরেই ওই জমিতে চাষ করে আসছেন। ওই জমিতে সিল্কহাব হলে তাদের কোনও অসুবিধা নেই। কিন্তু তাদের দাবি পুনর্বাসন দিয়ে, যা হওয়ার হোক, তাঁদের কোনও আপত্তি নেই। যদিও প্রশাসনের দাবি সরকারি কিছু খাস জমি পড়ে রয়েছে সেখানেই মুখ্যমন্ত্রী সিল্ক হাব করার কথা বলেছিলেন। উদ্দেশ্য ছিল শ্রীরামপুর ও বৈদ্যবাটি এলাকায় ছড়িয়ে থাকা সিল্ক প্রিন্টিংকে এক ছাতার তলায় আনা। ফলে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এদিন কৃষকদের সঙ্গে কথা বলার পর পুরভার কাউন্সিলর সন্তোষ সিং পিন্টু নাগরা বলেছেন, সরকারি খাস জমিতে সিল্ক হাব হবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার কৃষকদরদী। কোনও কৃষককে বঞ্চিত করা হবে না।
  • Link to this news (আজকাল)