• চীনা নিউমোনিয়া: আতঙ্কের কিছু নেই, আশ্বাস চিকিৎসকের
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আতঙ্কে নয়। বরং সতর্ক থাকুন। মাইকোপ্লাজমা নিউমনি ব্যাকটেরিয়া বা চীনের এই নিউমোনিয়ার বিষয়টি অনেকটাই পুরনো। অধিকাংশ ক্ষেত্রেই এই রোগে আক্রান্তের অ্যান্টিবায়োটিক প্রয়োজন পড়ে না। জানাচ্ছেন দেশের প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ এবং যোধপুর এআইএমএস (এইমস)-এ শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. অরুণ সিং। তিনি বলেন, "এমন নয় যে রোগটি একেবারে নতুন। অভিজ্ঞতায় বলতে পারি আমার চিকিৎসক জীবনের প্রথমদিকেই এই রোগ পেয়েছিলাম। এটা সাধারণত শীতকালেই হয় এবং শিশুদের হয়।" কলকাতায় পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ-এ চিকিৎসাধীন ১০ বছরের একটি বালিকার শরীরে এই রোগ পাওয়া গিয়েছে। গত ২৫ ডিসেম্বর ধূম জ্বর, শ্বাসকষ্ট ও অন্যান্য সমস্যায় আক্রান্ত বাঁশদ্রোণীর এই বালিকাকে হাসপাতালে নিয়ে আসেন অভিভাবকরা। পরীক্ষা করে চিকিৎসকরা দেখতে পান বালিকার ফুসফুসের একটি বড় অংশ নিউমোনিয়ায় কাবু। শিশুটিকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। রোগের লক্ষণ সম্পর্কে বলতে গিয়ে ডা. সিং জানান, সাধারণ ইনফ্লুয়েঞ্জা হলে যে উপসর্গ থাকে সেসবই দেখা যায় এতে। রোগের চিকিৎসা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "এই রোগে বেশীরভাগ ক্ষেত্রেই কোনও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। যদি দিতেই হয় তবে অ্যারিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিকেই কাজ হয়।" শিশুদের মধ্যে এই রোগ দেখা গেলেও একেবারে সদ্যজাতদের‌ ক্ষেত্রে এই রোগ পাওয়া যায়নি বলেই জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের নিওন্যাটোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুচন্দ্রা মুখার্জি। রোগের সঙ্গে চীনের নাম জড়িয়ে যাওয়ার প্রশ্নে ডা. অরুণ সিং জানিয়েছেন, "চীনে এই রোগটা প্রথম পাওয়া গেছিল। চীন এই রোগটি নিয়ে গবেষণা করছে।"
  • Link to this news (আজকাল)