• 'অর্ধনারীশ্বর' পাখি' এক দেহেই মেয়েপাখি ও পুরুষপাখির বিরল অস্তিত্ব...
    ২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ভাবনায় অর্ধনারীশ্বরের অস্তিস্ব রয়েছে। একই দেহে নারী ও পুরুষের অবস্থান। হরপার্বতীর মূর্তিতেও এই অর্ধনারীশ্বর ভাবনা মূর্ত হয়। জীবনানন্দের কবিতায় রয়েছে অর্ধনারীশ্বরের উল্লেখ। কিন্তু অর্ধনারীশ্বর পাখি! মানে, একই দেহে পুরুষপাখি ও নারীপাখির অস্তিত্ব! রীতিমতো বিরল এক ব্যাপার। সম্প্রতি ক্যামেরায় ধরা পড়েছে এই পাখির ছবি। আমেরিকার কলম্বিয়ায় মিলেছে এই পাখির খোঁজ।

    না, ঠিক সেই অর্থে মেয়ে-পাখি ছেলেপাখির মিলিত কোনও ধরন নয় এটা। বিরল ওই পাখিটির গায়ে রয়েছে দুরকম পালক। এর একদিকের পালকে মেল কালারস, অন্যদিকের পালকে ফিমেল প্লিউমেজ বা মেয়েপাখির মতো পালকসজ্জা লক্ষ্য করা গিয়েছে। তাই-বা কম কী? প্রাণীবিজ্ঞানে এই ধরনের ঘটনাকে 'বাইল্যাটারাল গাইনানড্রোমরফিজম' বলে উল্লেখ করা হয়। শখের অর্নিথোলজিস্ট জন মুরিলো এই রিসার্চের সঙ্গে জড়িত। দুধরনের পালক সমন্বিত এই পাখিটিকে হানিক্রিপার হিসেবে চিহ্নিত করা গিয়েছে। প্রফেসর হামিশ স্পেনসার ওটাগো বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ। পাখিটির একদিকে অ্যাকোয়া-ব্লু পালক রয়েছে, আর একদিকে রয়েছে হলুদ-সবুজ পালক। এই হানিক্রিপারের যে ছেলে ও মেয়ে-পাখি দেখা যায়, তাদের দেহবৈশিষ্ট্যের কিছু নির্দিষ্ট ধরন আছে। তবে প্রাপ্ত পাখিটির ছবি সেই ধারণা ভেঙেচুরে দিয়েছে। এই পাখির শরীরে দুধরনের বৈশিষ্ট্য বিদ্যমান। পক্ষীপ্রেমী ও পক্ষী বিশারদেরা বলছেন, অনেকেই সারাজীবন ধরে পাখি দেখেও এই ধরনের পাখির খোঁজ পান না। এতই বিরল এই 'বাইল্যাটারাল গাইনানড্রোমরফিজম'-বৈশিষ্ট্যসহ পাখির দর্শন যে, তা প্রায় ১০০ বছরে একবারও দেখা যায় না।
  • Link to this news (২৪ ঘন্টা)