• ইরানে সেনা আধিকারিকের কবরে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০৩!
    ২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর কেরমানে নিহত কমান্ডার কাসেম সোলেইমানির কবরস্থানের কাছে বিস্ফোরণে নিহত ১০৩ জন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এই খবর জানিয়েছে।২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ কমান্ডার নিহত হওয়ার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই বিস্ফোরণগুলি ঘটেছিল। সোলেমানি হত্যার পরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছায়।

    ২০২০ সালে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোলেমানিকে হত্যা করে আমেরিকা।টার্গেটিং স্ট্রাইকটি এই অঞ্চলে আমেরিকান কর্মীদের বিরুদ্ধে আক্রমণ সহ ‘লক্ষ লক্ষ লোক’-এর ভূমিকার অভিযোগের প্রতিক্রিয়া হিসাবে আসে। সোলেমানিকে নির্মূল করার ন্যায্যতা প্রমাণ করে ট্রাম্প এই কথা বলেছিলেন।ইরানের কমান্ডার, মেজর জেনারেল কাসেম সুলেমানি, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের কুদস ফোর্সের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি কিছু ইরাকি মিত্রদের সঙ্গে একটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রর আঘাতে নিহত হন। সিরিয়ার দামেস্ক থেকে আসার পর বাগদাদ বিমানবন্দরের টারম্যাক পেরোনোর সময় এই ঘটনা ঘটে। যেখানে ইরান রাশিয়া-সমর্থিত বাশার-আল আসাদ সরকারকে সমর্থন করছে। 
  • Link to this news (২৪ ঘন্টা)