• সেলফি বুথ তৈরির খরচ জানিয়ে সরকারের কোপে রেলের আধিকারিক...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: রেল স্টেশনে প্রধানমন্ত্রীর ছবি বসিয়ে তৈরি করা হবে সেলফি পয়েন্ট। প্রতিটি সেলফি পয়েন্ট তৈরির খরচ আরটিআইয়ের জবাবে জানানোর "শাস্তি" পেলেন মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাজ মানাসপুরে। গত ২৯ ডিসেম্বর তাঁকে আচমকাই বদলি করে দেওয়া হয়। যদিও কোনও কারণ দেখানো হয়নি। ৭ মাস আগে এই পদে নিয়োগ করা হয়েছিল তাঁকে। কোথায় তাঁর পরবর্তী পোষ্টিং, সেতথ্যও জানানো হয়নি শিবরাজকে।নরেন্দ্র মোদির ছবি সহ সেলফি বুথ তৈরির খরচ জানতে চেয়ে তথ্য জানার অধিকার আইনে আবেদন করেছিলেন সমাজকর্মী অজয় বোস। মধ্য, পশ্চিম, দক্ষিণ, উত্তর এবং উত্তর পশ্চিম, এই ৫টি অঞ্চলে সেলফি বুথ তৈরির মোট খরচ জানতে চান তিনি। তাঁর আবেদনের জবাবে জানানো হয়, মধ্য অঞ্চলে মোট ২০টি স্থায়ী সেলফি বুথ তৈরি করা হবে, যার প্রতিটিতে খরচ হবে ৬.২৫ লক্ষ টাকা। ফলে, এছাড়াও ৩২টি অস্থায়ী সেলফি বুথ থাকবে। যার প্রতিটিতে খরচ হবে ১.২৫ লক্ষ টাকা। মানাসপুরের জায়গায় মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পদে আনা হয়েছে স্বপ্নীল ডি নিলাকে। সরকারের শীর্ষ স্তর থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রেলের এই সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডঃ শামা মহম্মদ। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, "সরকারি টাকা লুঠ করা ব্যক্তিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয় না। বরং যাঁরা এই লুঠ ফাঁস করে দেন, তাঁদেরই শাস্তি দেয় বিজেপি সরকার। এটাই নরেন্দ্র মোদির না খাউঙ্গা, না খানে দুঙ্গার সরকার।"
  • Link to this news (আজকাল)