• জোকা ইএসআইতে কালীঘাটের কাকু
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এসএসকেএম-এ ভর্তি ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। তবে গত কয়েকদিনে একাধিকবার তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা হয়েছে। জল্পনার মাঝেই বুধবার তাঁকে এসএসকেএম থেকে নিয়ে যাওয়া হল জোকা ইএসআই হাসপাতালে। ঘণ্টাকয়েক আগে থেকেই বাড়ছিল জল্পনা। আচমকা এসএসকেএম-এর সামনে হাজির হয় জোকা ইএসআই-এর অ্যাম্বুলেন্স, মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। রাত কিছুটা বাড়তেই দেখা যায় পিজি থেকে বের করা হচ্ছে তাঁকে। হুইল চেয়ারে বাইরে নিয়ে এসে তাঁকে অ্যাম্বুলেন্সে তোলা হয়। কিছুক্ষনেই বোঝা যায় গন্তব্য জোকার হাসপাতাল। সেখানে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ফের হুইলচেয়ার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালের ভেতরে। ইএসআই হাসপাতালের সামনে রোগীর পরিবারের লোকজনেরা সুজয় কৃষ্ণকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। অ্যাম্বুলেন্সের মধ্যেও প্রতিনিয়ত তাঁর শারীরিক অবস্থার ওপর নজর ছিল চিকিৎসকদের। সূত্রের খবর, বুধের রাতেই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হতে পারে। সঙ্গেই জানা গিয়েছে, কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করে তাঁকে রাতেই ফেরত পাঠানো হতে পারে।
  • Link to this news (আজকাল)