'জেনারেল ফিজিশিয়ান' হয়েই গাইনো চিকিত্সা! প্রসবের পরই রক্তক্ষরণে মৃত্যু প্রসূতির
২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৪
বাসুদেব চট্টোপাধ্য়ায়: বোর্ডে লেখা জেনারেল ফিজিশিয়ান আর তিনি করছেন গাইনোর চিকিৎসা! পরিণতি কন্যাসন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণ পরই মৃত্যু প্রসূতির! এরপরই উত্তেজিত পরিবারের সদস্যরা অভিযুক্ত চিকিৎসকের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন। চিকিৎসকের চেম্বারে লাগানো সাইন বোর্ডে জেনারেল ফিজিশিয়ান লেখা থাকলেও, তিনি কী করে প্রকাশ্যে গাইনো চিকিত্সা করছিলেন, তাই নিয়েই প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে আসানসোলের নিয়ামতপুরে। অভিযুক্ত চিকিত্সকের নাম লিয়াকত আলি।জানা গিয়েছে, গতকাল রাতে লিয়াকত আলি নামে ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসা হয় ওই প্রসূতিকে। সেখানে তিনি এক কন্যাসন্তানের জন্ম দেন। তারপর প্রসূতির অতিরিক্ত রক্তক্ষরণ হলে একটি অ্যাম্বুলেন্সে করে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন ওই চিকিৎসক ও পরিবারের সদস্যরা। এদিকে গাড়ির মধ্যেই ওই প্রসূতির মৃত্যু হয়। তারপরই উত্তেজিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ওদিকে পলাতক অভিযুক্ত চিকিত্সক।এদিন সকালে নিয়ামতপুরে ওই চিকিৎসকের খোঁজ করলে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। চিকিৎসক পালিয়ে গিয়েছে বলে জানতে পারেন তাঁরা। তারপরই উত্তেজিত জনতা নিয়ামতপুর ডিসেরগড় রাস্তা অবরোধ করেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুলটি থানার পুলিস ও নিয়ামতপুর ফাঁড়ির পুলিস। প্রায় ঘণ্টাখানেক পর পুলিসের আশ্বাসে অবরোধ ওঠে।এই ঘটনায় পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর ইউনুস খান জানান, এই ধরনের চিকিৎসক বা চিকিৎসকের চেম্বারের বিষয়ে ব্যবস্থা নেওয়া জন্য যাবতীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। লিয়াকত আলি চিকিৎসক না ভুয়ো চিকিৎসক তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সাধারণ মানুষকে সরকারি হাসপাতালে যাওয়ার জন্যও পরামর্শ দেন তিনি। সতর্ক করেন ভুয়ো চিকিৎসকের খপ্পড়ে পরার থেকে।