• মৃত স্বামীর শুক্রাণু থেকে মা হতে চান ৬২ বছরের মহিলা!
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার এক মহিলা তাঁর মৃত স্বামীর সংগ্রহ করা শুক্রাণু থেকে সন্তানের জন্ম দিতে চান। যদিও তার বয়স এখন ৬২ বছর। জানা গিয়েছে, প্রথম সন্তান জন্ম দেওয়ার প্রায় ৩৫ বছর পর আবারও সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন এক অস্ট্রেলিয়ান দম্পতি। তার জন্য শুক্রাণুও সংগ্রহ করেছিলেন তাঁরা। তাদের ইচ্ছা ছিল সারোগেসির মাধ্যমে জন্ম দেবেন এই সন্তান। কিন্তু তার আগেই ঘটে মারাত্মক ঘটনা। মারা যান মহিলার স্বামী। স্বামীর মৃত্যুর পরে তাঁর সংরক্ষণ করা শুক্রাণু দিয়ে সারোগেসির মাধ্যমে মা হতে চান ওই মহিলা। কিন্তু তাতে বাদসাধে হাসপাতাল কর্তৃপক্ষ। আইনি নথি অনুসারে জানা গেছে, ওই ষাটোর্ধ্ব দম্পতির দুটি সন্তান ছিল। ২০১৯ সালে এক গাড়ি দুর্ঘটনায় তাঁদের ৩১ বছরের পুত্রকে হারান। অন্যদিকে ৬ বছর আগে জলে ডুবে মারা যায় তাঁদের ২৯ বছরের কন্যা। তাই শেষ বয়সে ফের সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবেন ওই দম্পতি। গবেষকরা জানিয়েছেন, মৃত্যুর এক থেকে দুদিনের মধ্যে প্রজনন টিস্যু সংগ্রহ করা উচিত। নইলে সেই শুক্রাণু দিয়ে আর গর্ভধারণ সম্ভব নয়। আদালতের বিচারক ফিওনা সিওয়ার্ড এবিষয়ে জানান, শুক্রাণু সংগ্রহ এবং সংরক্ষণ করা যেতে পারে। তবে তা নিষিক্তকরণের জন্য ব্যবহার করার আগে পৃথক আদালতের পক্ষ থেকে আদেশ নিতে হবে।
  • Link to this news (আজকাল)