• আন্তর্জাতিক আদালতে ইজরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা মামলার শুনানির দিন ঘোষণা ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্যালেস্টাইন শাসিত গাজা উপত্যকায় ইজরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার শুনানি শুরুর দিন ঘোষণা করেছে আন্তর্জাতিক আদালত (আইসিজে)।গত ৩০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা এই মামলাটি দায়ের করেছিল। আইসিজের ঘোষণা অনুযায়ী, আগামী ১১ এবং ১২ জানুয়ারি এই মামলার শুনানি হবে।মামলার আবেদন করার সময় আবেদনপত্রের সঙ্গে ৮৪ পৃষ্ঠার একটি নথি সংযুক্ত করে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে বলা হয়েছিল, গাজায় ইজরায়েলি বাহিনী আন্তর্জাতিক অপরাধ, যেমন-মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ, এর পাশাপাশি গণহত্যা বা এ সম্পর্কিত অপরাধের সীমারেখা লঙ্ঘন করেছে বলে তথ্য পাওয়া গেছে। ইজরায়েলের এই আচরণ গণহত্যামূলক। কারণ তারা প্যালেস্টাইনি জাতির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য নিয়েই হামলা চালাচ্ছে।গত ৩০ তারিখ আবেদনপত্র জমা দেয়ার সময় দক্ষিণ আফ্রিকা আইসিজেকে দ্রুত এ বিষয়ে শুনানির অনুরোধ করেছিল। সেই অনুরোধে সাড়া দিয়েই ১১ জানুয়ারি শুনানি শুরুর দিন ধার্য করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে আইসিজে। পাশাপাশি শুনানিতে উপস্থিত থাকতে ইজরায়েলকে প্রতিনিধি পাঠানোর জন্য সমনও পাঠিয়েছে জাতিসঙ্ঘের আদালত।
  • Link to this news (আজকাল)