• মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মসজিদের বাইরে এক ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার, সকাল ৬টার পর এই ভয়াবহ হত্যার ঘটনা ঘটে।জানা গিয়েছে, নিহত ওই ইমামের নাম ইমাম হাসান শরিফ। তাঁকে বুধবার সকাল ৬টার পর নিউইয়র্কের মসজিদ-মুহাম্মদ-নেওয়ার্কের বাইরে গুলি করা হয়। নেওয়ার্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটজ ফ্রেগ এক বিবৃতিতে জানিয়েছেন, ইমাম শরিফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়।তবে তাতে শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি। এছাড়াও কী কারণে ইমামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে, তাও জানা যায়নি। ফ্রিটজ ফ্রেগ জানান, ‘ঘটনার তদন্ত চলছে।’ তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনও তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বৃহত্তম মুসলিম নাগরিক অধিকার এবং অ্যাডভোকেসি সংস্থা দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস ইন নিউ জার্সি এই ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে।  জানা যায়, ইমাম হাসান শরিফ ২০০৬ সাল থেকে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার (টিএসও) হিসেবেও কাজ করছিলেন।
  • Link to this news (আজকাল)