• সুইডেনে পারদ নামল মাইনাস ৪৩.৬ ডিগ্রিতে
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার গত ২৫ বছরের মধ্যে রাতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সুইডেনে। এদিন দেশটির তাপমাত্রা মাইনাস ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াসে নামে।সুইডেনের জাতীয় আবহাওয়া সংস্থা এসএমএইচআইয়ের প্রধান ম্যাথিয়াস লিন্ড বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘১৯৯৯ সালের পর সুইডেনে জানুয়ারিতে এটিই সর্বনিম্ন তাপমাত্রা।’২৫ বছর আগে দেশটির তাপমাত্রা মাইনাস ৪৯ ডিগ্রিতে নেমেছিল। ১৯৫২ সালেও এই একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।সুইডেনে গত কয়েকদিনে তাপমাত্রা এতই কমেছে যে, সেখানে অনেক জায়গায় বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া উমেরা শহরে গত কয়েকদিন ধরে বাতিল করা হচ্ছে ট্রেনযাত্রা।
  • Link to this news (আজকাল)