• বুমরার ৬ উইকেট, মার্করামের শতরানে জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭৯ রান...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজের পর যশপ্রীত বুমরা। কেপটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে একাই শেষ করে দিলেন প্রোটিয়াদের ব্যাটিং। ১৭৬ রানে শেষ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। ছয় উইকেট নেন বুমবুম। প্রথম দিনের শেষে এক উইকেট তুলে নিয়েছিলেন। দ্বিতীয় দিনের শুরুতেই নিলেন আরও ৪ উইকেট। শেষে আরও এক। পরপর ফিরে গেলেন ডেভিড বেডিংহ্যাম, কাইলি ভেরেনে, মার্কো জ্যানসেন এবং কেশব মহারাজ। কিন্তু মাটি কামড়ে পড়ে থাকেন আইডেন মার্করাম। শতরান করেন। ৯৯ বলে একশোয় পৌঁছে যান। খারাপ পিচে কঠিন পরিস্থিতিতে দুরন্ত শতরান। অনেকদিন মনে থাকবে মার্করামের এই অবদান। শতরানে ছিল ২টি ছয়, ১৬টি চার। ভারতের জন্য একটা ন্যূনতম টার্গেট সেট করার চেষ্টা করেন প্রোটিয়া ওপেনার। শেষপর্যন্ত বড় শট খেলতে গিয়ে ১০৩ বলে ১০৬ রানে আউট হন। সিরাজের বলে রোহিতের হাতে ধরা পড়েন। দায়িত্বশীল ইনিংসে ছিল ১৭টি চার, ২টি ছয়। প্রথম দিন ২৩ উইকেট পড়ায় বোঝাই গিয়েছিল দ্বিতীয় দিনই টেস্টের ফয়সালা হয়ে যাবে। বৃহস্পতিবার শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে প্রোটিয়া শিবিরে ধাক্কা দেন বুমরা। দিনের প্রথম এক ঘন্টাই গুরুত্বপূর্ণ ছিল। ৪৫ মিনিটের মধ্যে ৪ উইকেট তুলে নেয় ভারত। সবগুলোই বুমরার শিকার। তখনও পিছিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। মার্করামের গুরুত্বপূর্ণ ইনিংসে ভারতের রান ছাপিয়ে যায় প্রোটিয়ারা। কিন্তু মধ্যাহ্নভোজের আগেই ৭ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসে ৭৮ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। কেপটাউন টেস্ট জয়ের জন্য ভারতের প্রয়োজন ৭৯ রান। 
  • Link to this news (আজকাল)