• বাড়িতে বসে কাজ এবং পার্ট টাইম চাকরি থেকেই বাড়ছে সাইবার অপরাধ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন কেন্দ্র সরকার। সমীক্ষা থেকে দেখা গিয়েছে বাড়িতে বসে কাজ বা পার্ট টাইম চাকরি নিয়ে যারা আগ্রহী হন তাঁরাই মূলত এই সাইবার প্রতারণার শিকার হয়েছেন। এর পাশাপাশি বেশ কয়েকটি অবৈধ অ্যাপের মাধ্যমেও সাইবার অপরাধীরা তাঁদের প্রতারণা করেছে। যেকোনও অনলাইন ম্যাসেজ এবং বাল্ক এসএমএস নিয়ে তাই সকলকে বাড়তি সতর্ক থাকার কথা বলেছে কেন্দ্রীয় সাইবার অপরাধদমন শাখা। অবৈধ অ্যাপগুলি বেশিরভাগই চীন, কম্বোডিয়া, মায়ানমার এবং অন্য বেশ কয়েকটি দেশ থেকে পরিচালনা করা হচ্ছে। এই ধরণের ৫৯৫ টি অ্যাপকে ইতিমধ্যেই ব্লক করে দেওয়া হয়েছে। এবিষয়ে আরবিআইও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। গুগুল এবং ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও এবিষয়ে কথা বলেছে ভারত সরকার। এর পাশাপাশি যেকোনও ধরণের কাস্টমার কেয়ার নম্বর নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। ফোনে কখনও কোনও ধরণের ওটিপি শেয়ার না করার কথাও বলেছে ভারতের সাইবার ক্রাইম বিভাগ। 
  • Link to this news (আজকাল)