• ঘন কুয়াশার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ‘‌ফগ পাস ডিভাইস’‌ বসাবে রেল ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় রেল ঘন কুয়াশার মধ্যেও ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ২০ হাজার ‘ফগ পাস ডিভাইস’ বসানোর সিদ্ধান্ত নিয়েছে। জিপিএস চালিত এই দিক নির্দেশক ডিভাইসটি সহজেই ট্রেনের চালকদের ঘন কুয়াশার মধ্য দিয়েও ট্রেন চালাতে সাহায্য করবে। রেল মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, লোকো পাইলটরা সিগন্যাল, লেভেল ক্রসিং গেটের মতো অবস্থান ভিত্তিক তথ্য পাওয়ার পাশাপাশি, কোথাও গতি নিয়ন্ত্রণ করা হয়েছে কিনা তাও সঠিক সময়ে জানতে পারবেন। প্রসঙ্গত, দিল্লি সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে এই শীতে ঘন কুয়াশার কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। এদিনও অন্তত দিল্লিমুখী ২৬টি ট্রেন দেরিতে চলেছে। 
  • Link to this news (আজকাল)