• লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূল-কংগ্রেস জোটের ভবিষ্যৎ কী? জানালেন অধীর ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে কংগ্রেস এবং তৃণমূলের জোটের সম্ভাবনা কার্যত বিশ বাঁও জলে। বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রদেশ কংগ্রেস সভাপতি, সাংসদ অধীর চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও "দয়া-দাক্ষিণ্য" আমাদের দরকার নেই। আমরা তা প্রত্যাখ্যান করছি।  "ইন্ডিয়া" জোটের অন্যতম শরীক তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের লোকসভার আসন ভাগাভাগি নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস এ রাজ্যে কংগ্রেসকে মাত্র দুটি আসন ছাড়তে রাজি। তবে কংগ্রেস পশ্চিমবঙ্গে কমপক্ষে ৬-৮ টি আসনের কমে লড়তে নারাজ। এদিন বহরমপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অধীর চৌধুরী বলেন, "আমরা মমতা ব্যানার্জির দলীয় প্রার্থীকে হারিয়ে ২০১৯ -এর লোকসভা নির্বাচনে বহরমপুর এবং মালদা (দক্ষিণ) আসনে জিতেছিলাম। এর পাশাপাশি কংগ্রেস নিজের ক্ষমতায় পুরুলিয়া, রায়গঞ্জ, দার্জিলিং বসিরহাটের মতো আরও একাধিক আসনে লড়তে পারে।"  প্রদেশ কংগ্রেস সভাপতি হুঙ্কার দিয়ে বলেন," কে তৃণমূল দলকে পরোয়া করে? মমতা ব্যানার্জি জোটের রাজনীতি চেয়েছিলেন তাই আলোচনাতে গিয়েছিলেন। আমাদের দলের "হাই কমান্ড" চেয়েছিলেন বলে আলোচনা হয়েছে। কিন্তু উনি প্রথম দিন থেকে বলছেন রাজ্যে কংগ্রেসকে দু"টির বেশি আসন দেবেন না। আমরা উনার দয়া চাই না। উনার দলের প্রার্থীদের হারিয়েই আমরা পরপর দু"বার বহরমপুর এবং মালদার আসন দখল করেছি। তৃণমূল কংগ্রেসের দয়া-দাক্ষিণ্য নেওয়ার কোনও মানসিকতা আমাদের নেই। আমরা তা প্রত্যাখ্যান করছি। এ রাজ্যে কংগ্রেসের নতুন করে হারানোর কিছুই নেই। কংগ্রেসকে এই রাজ্যে দু"টি আসন ছেড়ে মমতা ব্যানার্জি আসামে চারটি, মেঘালয় এবং গোয়াতে একাধিক আসন নিতে চাইছেন।"তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অধীর চৌধুরী বলেন, "আপনার দলের যে কোনও নেতা নেত্রীকে বহরমপুরে পাঠিয়ে দিন। লোকসভা নির্বাচনে তাঁকে যদি হারাতে না পারি আমি রাজনীতি ছেড়ে দেব।" অধীর চৌধুরী আরও বলেন, "মমতা ব্যানার্জি উপদেশ দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়ার জন্য। আমি উনাকে আমার বিরুদ্ধে বহরমপুর লোকসভা আসনের লড়ার জন্য চ্যালেঞ্জ করছি।"তিনি আরও বলেন," এ রাজ্যে আসলে তৃণমূল কংগ্রেসেরই কংগ্রেসকে প্রয়োজন। আমাদের তৃণমূল কংগ্রেসের কোনও সাহায্য দরকার নেই।"
  • Link to this news (আজকাল)