• আজ থেকে চড়বে পারদ, রবিবার পর্যন্ত জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরুতে ভরপুর শীতের আমেজ বেশিদিন স্থায়ী হল না। বৃহস্পতিবার থেকে আবারও চড়বে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরেও পৌঁছতে পারে। তবে শীতের খরা কাটবে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে।আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ থেকে ক্রমেই বাড়বে তাপমাত্রা। শুক্রবার থেকে রবিবার হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই দার্জিলিংয়ে আগামী পাঁচ দিন বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে। ১০ জানুয়ারি থেকে বাংলায় ফের জাঁকিয়ে শীতের আমেজ ফিরবে। তারপর এক সপ্তাহ শীতের স্পেল চলবে বাংলায়।
  • Link to this news (আজকাল)