• অবশেষে কথা বললেন সুজয়কৃষ্ণ, কন্ঠস্বরের নমুনা সংগ্রহে কী বলানো হল' ...
    আজকাল | ০৪ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ টালবানার পর বুধবার রাতে এসএসকেএম থেকে সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। উদ্দেশ্য, কন্ঠস্বরের নমুনা সংগ্রহ। আগে একাধিকবার কন্ঠস্বরের নমুনা সংগ্রহের চেষ্টা হলেও, সম্ভব হয়নি। তবে বুধবার আচমকা এসএসকেএম-এর সামনে হাজির হয় জোকা ইএসআই-এর অ্যাম্বুলেন্স, মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনীও। রাত কিছুটা বাড়তেই দেখা যায় পিজি থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সূত্রের খবর প্রাথমিক ভাবে মুখ না খুললেও, পরে সম্ভব হয়েছে তাঁর কন্ঠস্বরের নমুনা সংগ্রহ। দীর্ঘ জিজ্ঞাসাব্দের পর ৩০ মে গ্রেপ্তার করা হয়েছিল সুজয়কৃষ্ণকে। তারপর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বারবার কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল। দাবি ছিল, যে বা যিনি ফোন করে তথ্য মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন, তিনি কালীঘাটের কাকু কিনা তা নিশ্চিত করতে প্রয়োজন গলার স্বরের নমুনা সংগ্রহ। জানা গিয়েছে, বুধবার তিনটি লাইন বারবার বলানো হয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রকে দিয়ে। কন্ঠস্বরের নমুনা সংগ্রহের পর, ভোররাতে ফের এসএসকেএম হাসপাতালে ফিরে যান কালীঘাটের কাকু।
  • Link to this news (আজকাল)