• বর্ষসেরার দৌড়ে একমাত্র বোলার শামি, সতীর্থদের সঙ্গেই এবার তাঁর শ্রেষ্ঠত্বের লড়াই!
    ২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইসিসি পুরুষদের ক্রিকেটে (ICC Men’s ODI Cricketer of the Year 2023) গতবছরের সেরা পারফর্মারদের বেছে নিল। তেইশের শ্রেষ্ঠত্বের মুকুটের জন্য়ে লড়াইয়ে তিনজনই ব্য়াটার। আর একমাত্র বোলার। বৃহস্পতিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা মনোনীতদের নাম প্রকাশ করল। রয়েছে তিন ভারতীয় ও এক বিদেশি। শুভমন গিল (Shubman Gill), বিরাট কোহলি (Virat Kohli) ও ড্য়ারেল মিচেলের (Daryl Mitchell) সঙ্গে লড়াইয়ে জাতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।শুভমন গিল- সুনীল গাভাসকর থেকে সচিন তেন্ডুলকর, সচিন থেকে বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেটের বিশ্ববন্দিত ব্য়াটিং ব্র্যান্ডকে বিভিন্নি সময়ে বাইশ গজে তুলে ধরেছেন তাঁরা। বিরাটের ব্য়াটন উঠবে কার হাতে? এই প্রশ্নের উত্তর এখনই পেয়ে গিয়েছেন অনেকে। ভারতীয় ব্যাটিংয়ের ভবিষ্যৎ হিসেবেই দেখা হচ্ছে শুভমন গিলকে। গতবছর পঞ্চাশ ওভারের ক্রিকেটে আন্তর্জাতিক আঙিনায় শাসন করেছেন পঞ্জাবপুত্তর। ১৫৮৪ রান করেছেন তিনি। শুভমনের সর্বোচ্চ রান ছিল ২০৮। গড় ছিল ৬৮.৯১। স্ট্রাইক রেট ১০৫.৭। হাঁকিয়েছেন পাঁচটি শতরান। গতবছর শুভমনই একমাত্র ব্যাটার যিনি ওডিআই-তে ১৫০০ রানের গণ্ডি টপকেছেন। বলাই বাহুল্য় ভারতেরও সর্বাধিক রানশিকারি তিনি। যদিও বিশ্বকাপ জেতা হয়নি শুভমনের। কাপযুদ্ধে আহামরি কিছু করতেও পারেননি। বিরাট কোহলি- বিরাট কোহলি ২০২২ সালে কামব্য়াক করেছিলেন অফফর্মের দীর্ধ অধ্য়ায় শেষ করে। আর ২০২৩ সালে শাসন করেছেন ব্য়াট হাতে। বিশ্বকাপ দেখেছিল তাঁর রুদ্রমূতি। ১১ ইনিংসে তিনি ৭৬৫ রান করেছেন। হাঁকিয়েছেন তিনটি সেঞ্চুরিও। তাঁর গড় ছিল ৯৫.৬২। স্ট্রাইক রেট ছিল ৯০.৩। একেবারে চমকে দেওয়ার মতোই। হয়েছেন টুর্নামেন্টের সেরা প্লেয়ারও। বিশ্বকাপের এক আসরে বিশ্বের কোনও ব্য়াটার, কখনও এত রান করেননি এর আগে। কোহলি এবার বিশ্বকাপে ১৯.৫৬ ঘণ্টা ব্য়াট করেছেন। যা বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল কেন উইলিয়ামসনের। ২০১৯ কাপযুদ্ধে তিনি ১৮.৫১ ঘণ্টা ব্য়াট করেছিলেন। কেনের আগে এই রেকর্ড ছিল সচিনের। ২০০৩ বিশ্বকাপে লিটল মাস্টার ১৮.৫০ ঘণ্টা ব্য়াট করেছিলেন। ড্য়ারেল মিচেল- শুভমনের পর আসবে ড্য়ারেল মিচেলের নামই। নিউজিল্য়ান্ডের ব্য়াটার তেইশ সালে ওডিআই-তে করেছেন ১২০৪ রান। বিশ্বকাপেও মিচেল ছিলেন আগুনে ফর্মে। দেশকে সেমিফাইনালে তোলার অন্য়তম কারিগর ছিলেন। ১০ ম্য়াচে ৫৫২ রান করেছেন তিনি। সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। দু'টি সেঞ্চুরি করেন তিনি। বিশ্বকাপে দারুণ খেলেই ড্য়ারেল মিচেল আইপিএল নিলামে ছিলেন সকলের নজরে। শেষপর্যন্ত চেন্নাই সুপার কিংস তাঁকে ১৪ কোটি টাকায় দলে নেয়।মহম্মদ শামি- বিশ্বকাপে বারবার শিরোনামে উঠে এসেছেন মহম্মদ শামি। প্রথম চার ম্যাচ তাঁকে খেলায়নি টিম ম্যানেজমেন্ট। কিন্তু ৭ ম্যাচে তিনি একাই ২৪ উইকেট তুলে নেন আগুনে পারফরম্যান্সে। হয়েছেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারিও। শামি মারাত্মক লাইন-লেন্থ-সুইং বিপক্ষের কাছে ত্রাসের বিজ্ঞাপন। শামিই এই বর্ষসেরার দৌড়ে একমাত্র বোলার। আর ভাগ্য়ের এমনই পরিহাস যে, তাঁকে শ্রেষ্ঠত্বের লড়াই করতে হবে প্রিয় সতীর্থদের সঙ্গেই।

      
  • Link to this news (২৪ ঘন্টা)