বিদেশে দেড় দিনেই টেস্ট জিতল ভারত! সম্ভব করলেন অসাধারণ সিরাজ-বুমরা
২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৪
দক্ষিণ আফ্রিকা ৫৫ ও ১৭৬
ভারত ১৫৩ ও ৮০/৩
ভারত জয়ী ৭ উইকেটেজি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিদেশের মাটিতে দেড় দিনেই টেস্ট জিতে নিল ভারত। পাঁচ সেশনেই খেল খতম হয়ে গেল। আর এই দুরন্ত জয়ের কারিগর হয়ে থাকলেন দেশের দুই পেসার মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ও জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ইনিংস ও ৩২ রানে হেরে ভারতের মাথা হেঁট হয়ে গিয়েছিল। তবে কেপটাউনে দুরন্ত বদলা নিল ভারত। পাঁচ দিনের টেস্ট দু'দিনেরও কম সময় শেষ করে তারা জিতল সাত উইকেটে। রোহিত শর্মা অ্যান্ড কোং বুক ফুলিয়েই দেশে ফিরে আসবে। রোহিত প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ইতিহাস লিখলেন। তাঁর নেতৃত্বেই প্রথমবার ভারত কেপটাউনে টেস্ট জিতল। এমএস ধোনির পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে লেখা থাকবে রোহিতের নাম। যাঁর টিম ইন্ডিয়া দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ হার বাঁচাল। প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের আগুনে বোলিংয়ে ছারখার হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। যেন গতবছরের এশিয়া কাপ ফাইনালের হাইলাইটস! কেপটাউনের টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী টেস্ট খেলতে নামা ডিন এলগার। তবে রোহিত শর্মাকে মনে হয় কানে কানে সিরাজ বলে দিয়েছিলেন যে, ভয়ংকর খেলা হবে...। আর সেটাই করলেন সিরাজ। প্রতিপক্ষকে একা দায়িত্ব নিয়ে শেষ করে দিলেন। সিরাজ একাই তুলে নিয়েছিলেন হাফ ডজন উইকেট। ভেঙে গুঁড়িয়ে দেন প্রোটিয়া ব্য়াটিং লাইন আপ। ৯ ওভার বল করে দেন মাত্র ১৫টি রান। জীবনের সেরা টেস্ট বোলিং পরিসংখ্য়ানে ছিল তিনটি মেডেনও। সিরাজের গতি ও সুইংয়ে মুখ থুবড়ে পড়ল রামধনু দেশ। তাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ৫৫ রানে। হ্য়াঁ, ঠিকই পড়েছেন মাত্র ৫৫ রানে। ভারতের বিরুদ্ধে টেস্টে এর আগে কোনও দল এত কম রান করেনি। দক্ষিণ আফ্রিকার বাকি চার উইকেট নেন জসপ্রীত বুমরা ও মুকেশ কুমার। ভারতের প্রথম ইনিংস শেষ হয় ১৫৩ রানে। রোহিত (৩৯), শুভমন (৩৬) ও কোহলি (৪৬) ছাড়া আর কোনও ব্য়াটারই মুখ তুলে দাঁড়াতে পারেননি। হাফ ডজন ব্য়াটার ফিরেছেন কোনও রান না করেই। রোহিত-শুভমন-কোহলি খেলতে না পারলে, ভারতের রক্তচাপ বেড়ে যেত। কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গারের পেস আক্রমণ বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। তিন পেসারই তিন উইকেট করে পেয়েছেন। মহম্মদ সিরাজ প্রথম ইনিংসে ঠিক যেটা করেছিলেন, দ্বিতীয় ইনিংসে সেটাই করলেন বুম...বুম...বুমরা। তিনিও তুলে নিলেন ছয় উইকেট। ১৩.৫ ওভার বল করে ৬১ রান দেন দেশের এক নম্বর পেসার। তবে দক্ষিণ আফ্রিকার অবস্থা প্রথম ইনিংসের মতো এতটাও শোচনীয় হয়নি। তারা ১৫৩ রান তুলতে পেরেছে। সৌজন্য়ে আইদেন মারক্রমের লড়াকু সেঞ্চুরি। ১০৩ বলে তিনি যদি ১০৬ রান না করতে পারতেন, তাহলে প্রোটিয়াদের ফের একবার চোখের জল বেরিয়ে যেত। তিনি তিন অঙ্কের রান করেছেন ঠিকই। তবে গোটা দলই বুমরার আগুনে পুড়েছে। মাত্র তিনজন ব্য়াটারই দুই অঙ্কের রান করতে পেরেছেন। মুকেশ কুমার নেন দুই উইকেট। একটি করে উইকেট নেন প্রসিধ কৃষ্ণা ও সিরাজ।ভারতের কেপটাউন টেস্ট জয়ের জন্য় লক্ষ্য়মাত্রা ছিল ৭৯ রান। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ঠিক করে নিয়েছিলেন যে, তাঁরা ভুলে যাবেন যে, তাঁদের এই ক'টি রান করার জন্য় হাতে তিনদিনেরও বেশি সময় আছে। রোহিত-যশস্বী ভেবেই নিয়েছিলেন যে, যতটা পারবেন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নেবেন। জুনিয়র-সিনিয়র মিলে মারকাটারি মেজাজে রান তাড়া শুরু করেছিলেন। ধরাধরির কোনও গল্পই ছিল না। যশস্বী ছিলেন একেবারে আগ্রাসী মেজাজে। ছয় ওভারের মধ্যে তাঁরা তুলে ফেলেন ৪৪ রান। যশস্বী ২৩ বলের ঝোড়ো ২৮ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। মেরেছিলেন ছ'টি চারও। বার্গারের বলে স্টাবসের হাতে তুলে দেন ক্য়াচ। এরপর তিনে নেমে শুভমন গিল ১১ বলে ১০ রান করে রাবাডার বলে ক্লিন বোল্ড হয়ে ফিরে যান। ৯ ওভারের মধ্য়ে ৫৭ রানে ভারতের প্রথম দুই উইকেট চলে যায়। চারে নামেন বিরাট কোহলি। ১১ বলে ১২ করে আউট হন তিনি। জানসেনের বাইরের দিকের বলে মারতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্য়াচ তুলে দেন। পাঁচে নামেন শ্রেয়স আইয়ার। তখন ভারতের জয়ের জন্য় দরকার ছিল চার রান। শ্রেয়স চার মেরেই ভারতকে জিতিয়ে দেন। রোহিত অপরাজিত থাকেন ২২ বলে ১৭ রানে। ভারত কেপটাউন টেস্ট জিতে নেয় সাত উইকেটে। অধরাই থেকে গেল মাধুরী! ১৯৯২ সাল থেকে একই ট্র্যাডিশন বজায় রাখল ভারত। দক্ষিণ আফ্রিকার মাটিতে এখনও পর্যন্ত টেস্ট সিরিজ জেতা হল না টিম ইন্ডিয়ার।