জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০০৭ সালে প্রথমবার হয়েছিল টি-২০ বিশ্বকাপ। আগামী বছর কুড়ি ওভারের কাপযুদ্ধের (T20 World Cup 2024) নবম সংস্করণ। যা হবে রীতিমতো মেগা। এই প্রথমবার ২০টি দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। চারটি গ্রুপে ভাগ করা হবে সেই দলগুলিকে। সেখান থেকে প্রথম ও দুয়ে শেষ করা দল সুপার এইটের জন্য় কোয়ালিফাই করবে। নেপাল এই প্রথম টি-২০ বিশ্বকাপ খেলবে। অন্য়দিকে ওমান এই প্রথমবার প্রাথমিক পর্যায় পেরিয়ে মূল পর্বে পা রাখছে। সুযোগ পেয়েছে উগান্ডাও। মার্কিন মুলকে ফ্লোরিডার লডারহিল, মরিসভিল, ডালাস এবং নিউ ইয়র্ককে টুর্নামেন্টের ম্যাচ ও অনুশীলনের জন্য বেছে নেওয়া হয়েছে। এর মধ্য়েই চলে এল টুর্নামেন্টের হাই-ভোল্টেজ ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্য়াচ নিয়ে আপডেট। জানা যাচ্ছে এই ম্য়াচ হবে নিউ ইয়র্কে।ভারতের গ্রুপ পর্যায়ের ম্য়াচের সূচি পাওয়া যাচ্ছে একাধিক সূত্র থেকে। সেখানে বলা হচ্ছে আগামী ৫ জুন আয়ারল্য়ান্ডের বিরুদ্ধে নিউ ইয়র্কে ভারতের অভিযান শুরু হচ্ছে। আর আইরিশদের খেলার ঠিক চারদিনের মধ্যেই ভারত নামবে মাঠে। নিউ ইয়র্কেই হবে মহারণ। আগামী ৯ জুন বাইশ গজে ফের ভারত-পাক ডুয়েল। এরপর ১২ জুন নিউ ইয়র্কে ভারতের প্রতিপক্ষ আমেরিকা। ১৫ জুন ভারত খেলবে ফ্লোরিডায়। প্রতিপক্ষ কানাডা। ভারত যদি সুপার এইটে কোয়ালিফাই করে যায়, তাহলে শেষ আটে ভারতের প্রথম ম্য়াচ হবে ২০ জুন। খেলা হবে বার্বাডোজে। সুপার এইটে ভারত প্রতিটি ম্য়াচই খেলবে ওয়েস্ট ইন্ডিজে। ২৯ জুন বিশ্বকাপ ফাইনাল বলেই মনে করা হচ্ছে।কেন নিউ ইয়র্কেই হবে ভারত-পাক ম্য়াচ? ৩৪ হাজার দর্শক আসন বিশিষ্ট অস্থায়ী স্টেডিয়ামকেই বেছে নেওয়া হবে রণাঙ্গন হিসেবে। আমেরিকার অন্য় কোনও শহরে কেন হবে না হেভিওয়েট মহারণ? কেনই বা ওয়েস্ট ইন্ডিজের কোনও ভেন্য়ুকে বেছে নেওয়া হল না। তার কারণ অত্য়ন্ত স্পষ্ট। ৭ লক্ষ ১১ হাজার ভারতীয়র পাশাপাশি ১ লক্ষ পাকিস্তানির বাস এখানে। বোঝাই যাচ্ছে ওয়াঘারের দুই পারের দুই দেশের এত মানুষ আর কোথাও নেই। ফলে 'দ্য় বিগ অ্য়াপল (নিউ ইয়র্কের আরেক নাম)' এগিয়ে বাকিদের থেকে। ভারতের সঙ্গে নিউ ইয়র্কের সময়ের পার্থক্য় সাড়ে ১০ ঘণ্টার। ভারতীয় দর্শকদের কথা মাথায় রেখেই, ম্য়াচের সময় নির্ধারিত হবে বলেই রিপোর্ট। ২০২৩ সালে ভারত-পাক তিনবার মুখোমুখি হয়েছে। দু'বার এশিয়া কাপে। প্রথম ম্য়াচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। দ্বিতীয় ম্য়াচ ভারত জিতে যায়। এরপর বিশ্বকাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল আহমেদাবাদে। সেবারও শেষ হাসি হাসেন রোহিত শর্মারাই।টি২০ বিশ্বকাপের ২০ দল: ওয়েস্ট ইন্ডিজ (আয়োজক), আমেরিকা (আয়োজক), অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, নিউ জিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, স্কটল্য়ান্ড, পাপুয়া ও নিউ গিনি, কানাডা, ওমান, নেপাল, নামিবিয়া ও উগান্ডা।