• ভারত জোড়ো ন্যায় যাত্রায় ৫ দিন বাংলায় রাহুল, উভয় সংকটে তৃণমূল!
    ২৪ ঘন্টা | ০৪ জানুয়ারি ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিয়রে লোকসভা ভোট। কোন পথে এবার রাহুল গান্ধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'? রুটম্যাপ প্রকাশ করল কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানালেন, এই কর্মসূচি ৫ দিন বাংলায় থাকবেন রাহুল গান্ধী। আমন্ত্রণ জানালেন ইন্ডিয়া জোটের দলগুলিকে।

    ব্যবধান ১ বছরের। লোকসভা ভোটের আগে ফের পথে রাহুল। কর্মসূচির নাম, 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, 'এই যাত্রা শুরু হবে ১৪ তারিখ, ইস্ফল থেকে। মণিপুরের পর নাগাল্যান্ড, নাগাল্যান্ডের পর, অসম, অরুণাচল প্রদেশ, আবার অসমে আসব।  অসম থেকে মেঘালয়, এরপর পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র। ১৪ নয়, ১৫ রাজ্যে হবে ভারত জোড়া ন্যায় যাত্রা। বেশিরভাগটাই বাসযাত্রা। রোজ পদযাত্রাও হবে। রাহুলজি রোজ দেখা করবেন বিভিন্ন ব্যক্ত ও সংগঠনের সঙ্গে'।বাদ যাবে না বাংলাও। জয়রাম রমেশ বলেন,  মণিপুরে ১ দিন, নাগাল্যান্ডে ২ দিন,  অরুণাচলপ্রদেশে ১ দিন, মেঘালয়ে ১ দিন আর পশ্চিমবাংলায় ৫ আমরা থাকব। ৭ জেলাজুড়ে এই যাত্রা'।   এদিকে যেদিন বাংলায়  ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচি ঘোষণা করল কংগ্রেস, সেদিনই ইন্ডিয়া জোট তৃণমূলকে নিশানা করলেন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তাঁর সাফ কথা, 'আমরা ভিক্ষে করতে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন, আমরা জোট করে ভোট লড়ব। ২ আসন আমাদের আছে, ওনার দয়ার কোনও প্রয়োজন নেই'।অধীরের অভিযোগ, 'চায় না, জোট হোক, বার্তা তো পরিষ্কার। জোট না হলে সবচেয়ে খুশি কে হবে? মোদীজি।  মমতা বন্দ্যোপাধ্যায় মোদীজীর সেবায় লেগেছেন'। এই পরিস্থিতিতে ভারত জোড়ো ন্যায় যাত্রা বাংলায় আসছেন রাহুল গান্ধী। উভয় সংকটে তৃণমূল। 
  • Link to this news (২৪ ঘন্টা)