• ক্রিকেটের নিয়মে নতুন পরিবর্তন আনল আইসিসি
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেটের নিয়মে আবার পরিবর্তন আনল আইসিসি। নতুন নিয়ম কার্যকর হয়েছে ১২ ডিসেম্বর থেকে। যদিও সেটা জানা যায় ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট চলাকালীন। এখন থেকে স্ট্যাম্পিংয়ের আবেদন পর্যালোচনার ক্ষেত্রে ব্যাটার কট বিহাইন্ড হয়েছে কিনা সেটা চেক করবেন না আম্পায়াররা। আইসিসি জানিয়েছে, আউটের আবেদন করলে ব্যাটার স্ট্যাম্প আউট হয়েছেন কিনা সেটিই শুধু দেখা হবে। উইকেটরক্ষকের হাতে ক্যাচের আবেদন করলে দ্বিতীয়বারের জন্য রিভিউ নিতে হবে বোলিং দলকে। এতদিন স্ট্যাম্পিংয়ের আবেদনের সময় টিভি আম্পায়ার আল্ট্রা এজও চেক করতেন। যাতে ব্যাটার কট বিহাইন্ড হয়েছেন কিনা সেটা বোঝা যেত। কিন্তু এখন থেকে শুধুমাত্র সাইড অন স্ট্যাম্পিংয়ের আবেদন চেক করবেন টিভি আম্পায়ার। আইসিসির সংশোধনীতে বলা হয়, "পরিবর্তিত রিভিউ শুধুমাত্র স্ট্যাম্প আউট পরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে। রিভিউ না নেওয়া সত্ত্বেও অন্য আউটের (যেমন কট বিহাইন্ড) ক্ষেত্রে ফিল্ডিং দল যাতে একটা ফ্রি রিভিউ না পায়, তার জন্যই এই নিয়ম।" এছাড়া কনকাশন সাবস্টিটিউটের নিয়মেও পরিবর্তন আনে আইসিসি। একজন ক্রিকেটারের চোট পর্যবেক্ষণ করার জন্য সর্বোচ্চ ৪ মিনিট সময় পাবেন চিকিৎসকরা। টিভি আম্পায়ার এখন সব ধরনের নো বল চেক করে মাঠের আম্পায়ারকে নির্দেশ দিতে পারবেন। 
  • Link to this news (আজকাল)