• যথাযথ মর্যাদায় উদযাপিত জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করা হল হুগলি জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি এবং যাত্রা উৎসব। বৃহস্পতিবার বিকেলে ভদ্রেশ্বর সুভাষ ময়দানে প্রায় দুই শতাধিক লোক শিল্পীর উপস্থিতিতে ধামসা বাজিয়ে, প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগরের মহা নাগরিক রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি, নির্মাল্য চক্রবর্তী প্রমুখ। তিনদিনব্যাপী এই উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত বাউল, রণপা, ভাটিয়ালি, ঝুমুর, ঢাক, রায়বেঁশে, ভাওয়াইয়া, প্রভৃতি আঙ্গিকের শিল্পীদের অনুষ্ঠান থাকছে। একইসঙ্গে থাকছে আদিবাসী শিল্পীদের বিশেষ শিল্পকলা। উৎসব চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত।এদিন উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র রাম চক্রবর্তী বলেন, "বর্তমানকে জানার সঙ্গে অতীতকে কখনই আমরা অস্বীকার করতে পারিনা। মানুষের মনে সর্বদাই বাংলার কৃষ্টি, সংস্কৃতি, অভ্যাস আলাদা করে ছাপ রেখে যায়। আর সেই সমস্ত লোকসংস্কৃতি এবং আদিবাসী সংস্কৃতিকে আমজনতার সামনে তুলে ধরাটাই পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ লক্ষ্য।"রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং মন্ত্রী ইন্দ্রনীল সেনকে ধন্যবাদ জানিয়ে ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, "মুখ্যমন্ত্রীর উদ্যোগে যাত্রাশিল্প বর্তমানে অনেকটাই উজ্জীবিত। রং না লাগা যুগে অর্থাৎ সাদাকালোর যুগে যাত্রাশিল্পকে আমরা কখনোই এড়িয়ে যেতে পারি না। সেই শিল্পকে সাধারণ মানুষের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাদের নিবেদন আগামী ৫ এবং ৬ তারিখ থাকছে জেলার অপেশাদার যাত্রাশিল্পী অ্যাসোসিয়েশন নিবেদিত "নবাব দরবারে সাধক রামপ্রসাদ" এবং কলকাতার দেবীবন্দনা অপেরার যাত্রাপালা "খোকা তুই মানুষ হ"।" 
  • Link to this news (আজকাল)