• হাসপাতালের বেডে পড়ে রইল বৃদ্ধের দেহ, নিতে এল না পরিবার !
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: অমানবিক পরিবার। সকাল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও, অভাগা গৃহকর্তার মৃতদেহ নিয়ে এল না কেউ। হাসপাতালের বেডে পরে রইলো মৃতদেহ। মৃতদেহে পচন ধরে ওয়ার্ড সহ গোটা হাসপাতাল চত্ত্বরে ছড়িয়ে পড়ল দুর্গন্ধ। ফলে রীতিমতো হইচই শুরু হয়ে যায় হাসপাতালে থাকা রোগী এবং তাঁদের আত্মীয়দের মধ্যে। এদিকে, মৃতদেহ নেওয়ার কেউ নেই, নিরুপায় হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে পুলিশের উদ্যোগে মৃতদেহ স্থানান্তর করা হল চুঁচুড়া জেলা হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে।পান্ডুয়া হাসপাতাল সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম চন্দ্রজিত অধিকারী। বাড়ি মগরা থানার অন্তর্গত ত্রিবেনীর শান্তি কলোনী এলাকায়। ২২ ডিসেম্বর দুপুরে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল। পরিবারের তরফে কয়েকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে দিয়ে চলে যায়। তারপর থেকে আর ওই বৃদ্ধের কোনও খোঁজ নেওয়া হয়নি। বুধবার সকালে মৃত্যু হয় চন্দ্রজিত বাবুর। বাড়িতে খবর দেওয়া হলেও কেউ আসেনি। হাসপাতালের বেডে পড়ে থাকে মৃতদেহ। মৃত্যুর পর বেশ কয়েকঘন্টা পেরিয়ে যাওয়ায় মৃতদেহে পচন ধরতে শুরু করে। পাণ্ডুয়া গ্রামীন হাসপাতালের বিএমওএইচ মঞ্জুর আলম জানান, বৃদ্ধকে ভর্তি করে দিয়ে যাওয়ার পর আর সেভাবে খোঁজ নেয়নি পরিবার। হাসপাতালের স্বাস্থ্যকর্মীরাই দেখাশোনা করেছে। এদিন সকালে মৃত্যু হয় ওই বৃদ্ধের। তার পরিবার ছেলে এবং জামাইকে ফোন করে মৃত্যুর খবর দেওয়া হয়েছে। অথচ তাঁরা কেউ আসেনি, পরে ফোনও বন্ধ করে দিয়েছে। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়। পুলিশের সাহায্যে দেহ চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।
  • Link to this news (আজকাল)