• মুর্শিদাবাদে বোমা ফেটে মৃত শিশু, আহত ২
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সুতলি বোমার গায়ে লেগে থাকা শুকনো কাদা পরিষ্কার করতে গিয়ে সেই বোমা ফেটে মৃত্যু হল এক দ্বিতীয় শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরদাসপুর গ্রাম পঞ্চায়েতের চোয়াডাঙা এলাকাতে। মৃত ওই নাবালকের নাম মুকলেসুর শেখ। বয়স সাত। বাড়ি চোয়াডাঙা গ্রামে। বোমা বিস্ফোরণের ঘটনাতে আরও দুই নাবালক আহত হয়ে বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁদের আঘাত গুরুতর নয়। স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে চোয়াডাঙা প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণীর ছাত্র মুকলেসুর দুপুরে স্কুলে মিড ডে মিল খাওয়ার পর আরও কয়েকজন বন্ধুর সাথে স্কুলের কাছে একটি মাঠে খেলা করছিল। সেই সময় মুকলেসুর স্থানীয় একটি পুকুরের ধারে গোল ভারী একটি "বস্তু" খুঁজে পায়। ওই বস্তুটিকে লোহার বল ভেবে সেটিকে বিক্রি করার পরিকল্পনা নিয়ে মুকলেসুর সেটিকে পুকুর পার থেকে তুলে নেয়। পুলিশ সূত্রে খবর, এরপর ওই "বস্তুটির" গায়ে লেগে থাকা শুকনো মাটি সরিয়ে ফেলার জন্য মুকলেসুর সেটিকে দেওয়ালে ঘষতে থাকে। সেই সময় বিকট শব্দে বোমাটি ফেটে যায়। চোয়াডাঙা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জেসমিন রহমান বলেন," দুপুরে মিড ডে মিল খাওয়ার পর স্কুলের কয়েকজন শিশু স্কুলের পাশের মাঠে খেলাধুলা করছিল। সেই সময় আমরা একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাই। পরে কয়েকজন গ্রামবাসী এসে আমাদেরকে জানান একজন ছাত্র বোমা বিস্ফোরণের ঘটনায় মারা গেছে।"গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের চোয়াডাঙা গ্রামের তৃণমূল সদস্য কাবসুদ্দিন শেখ বলেন," প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি একটি সুতলি বোমা বিস্ফোরণের ঘটনায় ওই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কিন্তু বোমাটি কিভাবে ওই এলাকায় এল তা আমরা জানিনা।" ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ছাত্রের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
  • Link to this news (আজকাল)