• ভূমিকম্পে ‌বিধ্বস্ত জাপান, ধ্বংসস্তূপ থেকে বৃদ্ধাকে উদ্ধার করল কুকুর...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ ভূমিকম্পে বিধ্বস্ত জাপান। মৃতের সংখ্যা বাড়ছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছেন বহু মানুষ। চলছে উদ্ধারকাজ। জানা গেছে ধ্বংসস্তূপ থেকে এক বৃদ্ধাকে উদ্ধার করেছে একটি কুকুর। জেনিফার নামের ওই কুকুরটি ধ্বংসস্তূপের নিচে বৃদ্ধাকে খুঁজে পায়। ধসে পড়া বাড়ি থেকে মানুষকে খুঁজে বের করা এবং উদ্ধারের জন্য বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই কুকুরটিকে।ভূমিকম্পে বিধ্বস্ত জাপানে উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনা, দমকল ও পুলিশ। একাধিক জায়গায় উদ্ধারকারী দলকে পৌঁছতে সমস্যা হচ্ছে। তাই সেসব জায়গায় উদ্ধারকাজে লাগানো হচ্ছে বিশেষভাবে প্রশিক্ষণ নেওয়া কুকুরকে। তেমনই একটি কুকুর জেনিফার। সে উয়াজিমা শহরের এক বৃদ্ধাকে ধ্বংসস্থূপের মধ্যে থেকে খুঁজে বার করেছে। 
  • Link to this news (আজকাল)