• দেশের জার্সিতে টি-২০ খেলতে চেয়ে বোর্ডকে আবেদন বিরাট, রোহিতের...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিকে দলে রাখার পক্ষপাতী ছিলেন না নির্বাচকরা। রোহিত শর্মাকে অধিনায়ক করার কথা চললেও তাতে ধোঁয়াশা ছিল। যদিও দু"জনকে রেখেই ৩০ জনের প্রাথমিক দল ঘোষণা করা কথা ভাবা হচ্ছিল। এবার বোর্ড কর্তা সহ নির্বাচকদের সমস্যায় ফেলে দিলেন ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। সামনেই আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ। তার আগেই বিরাট কোহলি এবং রোহিত শর্মা বোর্ডকে জানিয়ে দিলেন, ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের পর সংক্ষিপ্ত ফরম্যাটে একটাও আন্তর্জাতিক ম্যাচ না খেললেও টি-২০ সিরিজে খেলতে আগ্রহী তাঁরা। আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে টি-২০ এবং ইংল্যান্ডের সঙ্গে প্রথম দুটো টেস্টের দল বাছতে শুক্রবার বৈঠকে বসবে নির্বাচক মণ্ডলী। ১১ জানুয়ারি আফগানদের বিরুদ্ধে সিরিজ শুরু। ২৫ জানুয়ারি থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। জুনে টি-২০ বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র তিনটে ম্যাচ পাবে ভারতীয় দল। চোটের জন্য সেই সিরিজে নেই হার্দিক পাণ্ডিয়া এবং সূর্যকুমার যাদব। যার ফলে টি-২০ সিরিজের জন্য একজন অধিনায়ক বাছতে হবে বোর্ডকে। তাই রোহিত শর্মাকে টি-২০ সিরিজে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনা হতে পারে। অন্যদিকে আফগানিস্তান সিরিজে যশপ্রীত বুমরা এবং মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হতে পারে। কেপটাউনে দ্বিতীয় টেস্ট জয়ের পেছনে মুখ্য ভূমিকা নেয় দুই পেসার। তাই তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভাবা হচ্ছে। সরাসরি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দলের সঙ্গে যোগ দিতে পারে তাঁরা। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ছন্দে থাকা দুই প্রধান জোরে বোলারকে সম্পূর্ণ ফিট চাইছে টিম ম্যানেজমেন্ট। দুই সিরিজের দল বাছতে মুখ্য নির্বাচক অজিত আগরকর, এসএস দাস এবং সলিল আঙ্কোলা এখন কেউটাউনে রয়েছেন। 
  • Link to this news (আজকাল)