• ১৫ কোটি টাকার প্রতারণার শিকার, আদালতের দ্বারস্থ ধোনি
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতারণার শিকার হলেন মহেন্দ্র সিং ধোনি। ছোটবেলার বন্ধু এবং বিজনেস পার্টনার মিহির দিবাকরের বিরুদ্ধে ১৫ কোটি টাকার প্রতারণার মামলা করলেন প্রাক্তন অধিনায়ক। একইসঙ্গে সৌম্য বিশ্বাস নামক এক ব্যক্তির বিরুদ্ধেও রাঁচি আদালতে মামলা দায়ের করা হয়েছে। এই দু"জনেই অর্ক স্পোর্টস ম্যানেজমেন্টের কর্ণধার। ধোনির নামে একটি আন্তর্জাতিক ক্রিকেট অ্যাকাডেমি গড়ার প্রস্তাব দিয়েছিল তাঁরা। ২০১৭ সালে ধোনির সঙ্গে সংশ্লিষ্ট সংস্থার চুক্তি হয়। কিন্তু চুক্তির শর্ত মেনে চলতে পারেননি মিহির দিবাকর। চুক্তি অনুযায়ী ধোনিকে ফ্র্যাঞ্চাইজি ফি এবং সংস্থার লাভের অংশ দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা দেওয়া হয়নি। বারবার বলা সত্ত্বেও কোনও লাভ হয়নি। একাধিকবার আইনি নোটিসও পাঠানো হয়। কিন্তু তারও কোনও উত্তর মেলেনি। ধোনির আইনজীবী দয়ানন্দ সিং জানান, অর্ক স্পোর্টসের দ্বারা তাঁরা প্রতারিত হয়েছে। যার ফলে ধোনির ১৫ কোটি বা তারও বেশি টাকার লোকশান হয়েছে। তাই অগত্যা সংস্থার দুই কর্ণধারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেন ধোনি। 
  • Link to this news (আজকাল)