• আইসিসির সেরা ক্রিকেটারের দৌড়ে তিন ভারতীয়, কারা আছেন সেই তালিকায়' ...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে তিন ভারতীয়। তালিকায় রয়েছেন বিরাট কোহলি, শুভমন গিল এবং মহম্মদ সামি। একদিনের ক্রিকেটে ২০২৩ সালের সেরা ক্রিকেটার বেছে নিতে চলেছে ক্রিকেটার সর্বাধিক নিয়ামক সংস্থা। ইতিমধ্যেই চার জনের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় তিনজন ভারতীয় ক্রিকেটার ছাড়াও আছেন নিউজিল্যান্ডের ড্যারেল মিচেল। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের কোনও ক্রিকেটার আইসিসির পেশ করা তালিকায় নেই। শুধুমাত্র বিশ্বকাপ নয়, সারা বছরের পারফরম্যান্সের নিরিখে এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। গোটা বছরই দারুণ ফর্মে ছিলেন ভারতের ত্রয়ী এবং কিউয়ি ক্রিকেটার। বিশ্বকাপেও চারজনই ভাল খেলেন। গতবছর একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করেন শুভমন গিল। তাঁর মোট রান ১৫৮৪। গড় ৬৩.৩৬। তারমধ্যে রয়েছে পাঁচটি শতরান। ডেঙ্গির জন্য বিশ্বকাপের শুরুতে খেলতে না পারলেও বাকি ম্যাচে নিজের জাত চেনান। ৩৫৪ রান করেন, গড় ৪৪.২৫। একদিনের ক্রিকেটে বছরে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ক্রিকেটারদের মধ্যে পাঁচ নম্বরে গিল। বিশ্বকাপে সর্বাধিক রান বিরাট কোহলির। বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। মোট রান ৭৬৫, গড় ৯৫.৬২। ১১ ইনিংসের মধ্যে ৯টিতে অর্ধশতরান বা তারও বেশি। তারমধ্যে রয়েছে তিনটি শতরান। শচীন তেন্ডুলকারকে ছাপিয়ে একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করেন কোহলি। একইসঙ্গে মাস্টার ব্লাস্টারের রেকর্ড ছাপিয়ে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের নজিরও গড়েন। বছরে বিরাটের মোট রান ১৩৭৭, গড় ৭২.৪৭। বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেন মহম্মদ সামি। তাঁর শিকার ২৪ উইকেট। প্রথম চার ম্যাচে সুযোগ পাননি। কিন্তু প্রত্যাবর্তনে সবাইকে তাক লাগিয়ে দেন। সাত ম্যাচের মধ্যে তিনবার পাঁচ ও তার বেশি উইকেট নেন সামি। ১৮ ম্যাচে ৫৫ উইকেট নিয়ে বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক উইকেট শিকারি বাংলার পেসার। তারমধ্যে সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট উল্লেখযোগ্য। অন্যদিকে বিশ্বকাপে জোড়া শতরানের পাশাপাশি গোটা বছরই ধারাবাহিকতা দেখান ড্যারেল মিচেল। সেই কারণেই এই চারজনকে বেছে নেওয়া হয়েছে। ফাইনালে হারলেও বিশ্বকাপের সবচেয়ে ধারাবাহিক দল ভারত। টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠেন রোহিতরা।‌ তাই সেরা ক্রিকেটার বাছাইয়ের ক্ষেত্রে অগ্রাধিকার পায় ভারত। আইসিসির সেরার পুরস্কার ছিনিয়ে নেওয়ার দৌড়েও এগিয়ে ভারতীয়রাই। 
  • Link to this news (আজকাল)