• অধিনায়ক রোহিতকে ধন্যবাদ দিলেন যশস্বী
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে চওড়া হাসি যশস্বী জয়সওয়ালের মুখে। প্রথম এবং দ্বিতীয় টেস্টে ভারতের এই তরুণ ওপেনার বিশেষ দাগ কাটতে পারেননি। কিন্তু দলের সিনিয়রদের তিনি ধন্যবাদ দিলেন। জয়সওয়াল বলেন, ভারতের অধিনায়ক রোহিত শর্মা তাঁকে পজিটিভ মাইন্ডসেট নিয়েই ব্যাট করতে বলেছিল। দক্ষিণ আফ্রিকার বাউন্সি ট্র্যাকে জয়সওয়াল চারটি ইনিংসে মাত্র ৫০ রান করেছে। কিন্তু দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ২৩ বলে ২৮ রানের ইনিংসটি সকলের প্রশংসা কুড়িয়েছে। অধিনায়ক রোহিত শর্মার কথা তুলে ধরে জয়সওয়াল বলেন, নতুন বলে দ্রুত রান তুলতে বলা হয়েছিল। হাসিমুখে খোলামেলাভাবেই তাঁকে ব্যাট করার পরামর্শ দিয়েছিল দলের অন্য সিনিয়র ক্রিকেটাররা। নিজের সবকটি ইনিংসে সেই কাজই করেছেন তিনি। বিদেশের মাটিতে কিভাবে নিজেকে মানিয়ে খেলতে হবে তার অভিজ্ঞতা এবারের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে তাঁর হয়েছে বলে জানান জয়সওয়াল। কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসাও শোনা গেল জয়সওয়ালের মুখে। রাহুল এমন একজন কোচ যিনি হাতে ধরে দেখিয়ে দেন টেস্ট ক্রিকেটে কোন বল খেলতে হবে আর কোনটা ছাড়তে হবে, জানাল জয়সওয়াল। দলের প্রয়োজনে বরাবরই আক্রমণাত্বক ক্রিকেট খেলেন জয়সওয়াল। আগামীদিনে এই একই ধারা বজায় রেখে খেলা চালিয়ে যেতে চান জয়সওয়াল। 
  • Link to this news (আজকাল)