• কেপটাউনের পিচ নিয়ে সরব, আইসিসিকে কটাক্ষ রোহিতের
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কেপটাউনে টেস্ট জেতার পর পিচ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা। উইকেট নিয়ে যে তিনি প্রচণ্ড ক্ষিপ্ত সেটা বুঝিয়ে দেন ভারতের নেতা। সরাসরি আইসিসির সমালোচনা মুখর হলেন রোহিত। ভারতের পিচের প্রসঙ্গ তুলে ক্রিকেটের সর্বাধিক নিয়ামক সংস্থার দ্বিচারিতার কথা তোলেন। দাবি, ভারতের পিচে বল স্পিন করলেই নানান কথা ওঠে। কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেট প্রথম থেকেই গতিময় হলেও কেন কোনও কথা উঠে না? রোহিত বলেন, "আমরা সবাই দেখেছি এই টেস্টে কী হয়েছে। পিচের চরিত্র সবারই জানা। এই ধরনের পিচে খেলতে আমার কোনও সমস্যা নেই। তবে ভারতের পিচ নিয়েও কোনও কথা বলা যাবে না। নিজেদের পরীক্ষা করার জন্যই সবাই দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে আসে। বলা হয়, এখানে খেলা কঠিন। তাহলে ভারতে খেলা কেন কঠিন হতে পারে না! টেস্টে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হলে, সেটা সামলানোর দক্ষতা থাকা দরকার। ভারতেও সেটাই করতে হয়। কিন্তু আমি দেখেছি, ভারতের পিচে প্রথম দিন থেকে বল ঘুরলে নানান কথা বলা হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকায় যখন এইধরনের পিচে খেলা হয়, সেটা কারোর নজরে পড়ে না।" বিশ্বকাপের বেশ কিছু ম্যাচেও পিচের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ফাইনালের পিচ নিয়েও প্রচুর সমালোচনা হয়। এই বিষয়ে ম্যাচ রেফারিদের দিকে অভিযোগের আঙুল তোলেন রোহিত। তাঁদের নিরপেক্ষ থাকার আর্জি জানান। রোহিত বলেন, "পিচের রেটিং নিয়ে ম্যাচ রেফারিদের আরও সচেতন হওয়া উচিত। বিশ্বকাপ ফাইনালের পিচ নিয়ে যা রেটিং দেওয়া হয়েছিল, সেটা এখনও বিশ্বাস হয় না। ফাইনালে একজন শতরান করেছে। তাহলে কীভাবে সেটা খারাপ পিচ ছিল?" আইসিসি এবং ম্যাচ রেফারিদের বলব, আপনারা যা দেখছেন তার বিচারে পিচের রেটিং দিন। সবাইকে নিরপেক্ষ থাকতে হবে।" 
  • Link to this news (আজকাল)