• নির্বাচনের জন্য জেল থেকেই মনোনয়নে সই করবেন আপ-এর সঞ্জয় সিং
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আপ সাংসদ, এই মুহূর্তে রয়েছেন জেলে, একই সঙ্গে ২৭ জানুয়ারি শেষ হচ্ছে সাংসদ হিসেবে তাঁর মেয়াদ। তবে দিল্লি আবগারী মামলায় জেলবন্দী সঞ্জয় সিং এবার জেল থেকেই রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিতে পারবেন। শুক্রবার তেমনটাই জানিয়েছে দিল্লি আদালত। সঞ্জয় সিং জেলে যাওয়ার পর, তাঁকে পুনরায় সাংসদ পদের জন্য আপ নির্বাচন করে কিনা, তা নিয়ে জল্পনা ছিল। তবে জানা গেল, আম আদমি পার্টি সঞ্জয় সিং-কে পুনরায় মনোনয়ন করেছে রাজ্য সভার সাংসদ পদের জন্য। রাজ্য সভার নির্বাচনের জন্য আপ-এর পক্ষ থেকে নির্বাচন লড়বেন দিল্লি কমিশন ফর উইমেন (ডিসিডব্লিউ)-এর চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল। সুশীল কুমার গুপ্তর মেয়াদ শেষ হওয়ার পর তাঁর জায়গায় এবার নির্বাচন লড়বেন স্বাতী। সঞ্জয় সিং-এর সঙ্গেই রাজ্যসভার সাংসদ হিসেবে দ্বিতীয় দফার জন্য আপ মনোনীত করেছে এনডি গুপ্তকে।
  • Link to this news (আজকাল)