• দায়িত্ব নিতে প্রস্তুত: ওয়াই এস শর্মিলা
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: যেকোনও দায়িত্ব নিতে তৈরি প্রস্তুত। কংগ্রেসে যোগদানের পর জানিয়ে দিলেন ওয়াই এস শর্মিলা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে দেখা করেন শর্মিলা। এরপর তিনি জানান, দলের পক্ষ থেকে তাঁকে বেশ কিছু দায়িত্ব দেওয়া হবে। সমস্ত দায়িত্ব নিতে তিনি তৈরি। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির বোন শর্মিলা বৃহস্পতিবারই কংগ্রেসে যোগদান করেছেন। শর্মিলা আরও বলেন, কংগ্রেসের সঙ্গে ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি মিলে যাওয়ার উভয়েরই ক্ষমতা বৃদ্ধি হয়েছে। নিজের পিতা প্রয়াত ওয়াইএস রাজাশেখর রেড্ডির তুলনা টেনে শর্মিলা বলেন, সারাজীবন তিনি কংগ্রেস দলে ছিলেন এবং দেশের কাজ করেছেন। এবার তাঁর সময় এসেছে কংগ্রেসের হয়ে কাজ করার। মণিপুরের ঘটনা নিয়ে উদ্বিগ্ন প্রকাশ করে শর্মিলা বলেন, যদি সেখানে কংগ্রেসের সরকার থাকত তবে এই ধরণের ঘটনা হত না। শর্মিলা বলেন, তাঁর বাবা রাহুল গান্ধীকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখার স্বপ্ন দেখতেন। এবার সেই স্বপ্নের সঙ্গী হতেই তিনি কংগ্রেসে যোগদান করেছেন।    
  • Link to this news (আজকাল)