• দেশের শ্রমিক-কৃষকদের প্রতি কৃতজ্ঞ থাকুন: নারায়ণ মূর্তি
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: সপ্তাহে ৭০ ঘন্টা কাজের হয়ে ফের একবার জোরালো সওয়াল করলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। ৭৭ বছরের নারায়ণ মূর্তি বলেন, দেশের কৃষক এবং কারখানার শ্রমিকরা কঠোর পরিশ্রম করেন। ভারতে কঠোর পরিশ্রম করাটাই স্বাভাবিক। এরফলে দেশের শিক্ষিত সমাজকে বেশি পরিশ্রম করতে হয় না। তাই শিক্ষিত সমাজের উচিত দেশের শ্রমিক এবং কৃষকদের প্রতি কৃতজ্ঞ থাকা। তিনি নিজেই সপ্তাহে ৮৫ থেকে ৯০ ঘন্টা পর্যন্ত কাজ করেছেন। এর আগেও সপ্তাহে ৭০ ঘন্টা কাজ করা প্রসঙ্গে কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন নারায়ণ মূর্তি। তাঁর স্ত্রী সুধা মূর্তি বলেন, তাঁদের পরিবারে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ নতুন কিছু নয়। তাঁর স্বামী সপ্তাহে ৯০ ঘন্টা করে কাজ করতেন। নারায়ণ মূর্তি বলেন, প্রতিদিন তিনি সকাল ৬টায় ঘর থেকে বেরিয়ে যেতেন। অফিস পৌঁছে যেতেন ৬ টা ২০ মিনিটে। রাত সাড়ে আটটা পর্যন্ত তিনি কাজ করতেন। প্রসঙ্গত, বিগত বছরের অক্টোবর মাসে সপ্তাহে ৭০ ঘন্টা কাজ নিয়ে বক্তব্য রেখে সকলের সমালোচনার মুখে পড়েছিলেন নারায়ণ মূর্তি। সমালোচকরা বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপানিরা এই ধরণের কাজ করত।  
  • Link to this news (আজকাল)