• দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা, কেন্দ্রের হস্তক্ষেপ দাবি শুভেন্দুর...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত তদন্তকারী আধিকারিকরা। এবার ঘটনায় কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা। শুক্রবার সকালে ইডি হানা দিয়েছিল জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়িতে। শেখ শাহজাহানের অনুগামীরা আচমকা হামলা চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের ওপর। জখম হন তাঁরা, এমনকি উত্তপ্ত পরিস্থিতিতে কার্যত এলাকা ছেড়ে যায় জওয়ানরাও। আক্রান্ত হয় সংবাদ মাধ্যম। সকাল থেকে পরপর ঘটে চলা ঘটনাপ্রবাহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। ইতিমধ্যে ঘটনার নিন্দা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। নিজের পোস্টে রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ইডি কর্তা, সিআরপএফকে ট্যাগ করেছেন। ইডি অধিকর্তাদের হামলার মুখে পড়ার কথা উল্লেখ করেছেন। রোহিঙ্গা যোগ নিয়ে আশঙ্কার কথাও উল্লেখ করেছেন তিনি। সূত্রের খবর, অমিত শাহকে ফোনও করেছেন শুভেন্দু অধিকারী। ঘটনার তীব্র নিন্দা করেছেন নিশীথ প্রামাণিক। তাঁর মতে, বাংলায় কেন্দ্রীয় তদন্তকারীরা বারবার আক্রান্ত হচ্ছেন, এই ঘটনা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। যাঁরা আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নিশীথ। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজ্যে সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলকেও একগুচ্ছ প্রশ্ন করেছেন বলে খবর সূত্রের।
  • Link to this news (আজকাল)