• ‌রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর ইডি, জ্যোতিপ্রিয় ‘‌ঘনিষ্ঠ’‌ দুই তৃণমূল নেতার বাড়িতে হানা ...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ রেশন দুর্নীতির তদন্তে ফের তৎপর ইডি। শুক্রবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিক ‘‌ঘনিষ্ঠ’‌ তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর শ্বশুরবাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। একই সময়ে অন্য একটি দল সন্দেশখালির এক তৃণমূল নেতার বাড়িতে হানা দেয়। শাহজাহান শেখ নামে ওই তৃণমূল নেতাও জ্যোতিপ্রিয় ‘‌ঘনিষ্ঠ’‌ বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটা নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তল্লাশি অভিযান চালানোর পর তাঁর বাড়িতেও যান ইডির আধিকারিকরা। তবে শঙ্কর বাড়ির ভিতরে রয়েছেন কি না, তা জানা যায়নি। প্রসঙ্গত, ২০০৫ সালে প্রথম বনগাঁ পুরসভার কাউন্সিলর হন শঙ্কর। পরে বনগাঁ পুরসভার পুরপ্রধান হন। শঙ্করের স্ত্রী–ও পুরসভার চেয়ারম্যান ছিলেন। এছাড়া ইডি হানা দেয় শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানায়। এমনকী শঙ্কর আঢ্যর এক কর্মচারী বিশ্বজিৎ ঘোষের বাড়িতেও হানা দিয়েছে ইডি। পাশাপাশি সকাল সাতটা নাগাদ সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির কাছে পৌঁছয় ইডির একটি দল। তবে বাড়ি তালাবন্ধ ছিল। ডাকাডাকির পরেও কারও সাড়া না মেলায়, সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। তখন বেশ কয়েকজন স্থানীয় ঘটনাস্থলে পৌঁছে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান। কেন্দ্রীয় বাহিনীকে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে। এর পাশাপাশি বিজয়গড়ে একটি ফ্ল্যাটের চার তলায় হানা দিয়েছে ইডি। 
  • Link to this news (আজকাল)