• ‌শুক্র–শনি বৃষ্টির সম্ভাবনা বঙ্গে, কবে আবার চেনা মেজাজে ফিরবে শীত'‌ ...
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ উধাও শীতের আমেজ!‌ ফের বাড়ল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.‌১ ডিগ্রি সেলসিয়াস। ১০ জানুয়ারির পর শীত ফিরবে বলে জানিয়েছে হাওয়া অফিস।এদিকে, শুক্র ও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই বৃষ্টির সম্ভাবনা বেড়েছে বলে জানা গেছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোয় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। অন্যদিকে, ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডে। আগামী ৪৮ ঘণ্টায় শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে রাজস্থানে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশে আগামী দু’‌দিন তীব্র ঠাণ্ডা থাকবে। 
  • Link to this news (আজকাল)