• বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি, চলছে তল্লাশি
    আজকাল | ০৫ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক। বোমা মেরে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল এসেছে জাদুঘর কর্তৃপক্ষের কাছে। শুক্রবার ভোরে ইমেল মারফত এই হুমকি বার্তা পাঠানো হয়েছে। যদিও কে বা কারা এই হুমকি ইমেল পাঠিয়েছে, তা এখনও জানা যায়নি। জাদুঘর কর্তৃপক্ষ ইতিমধ্যেই পুরো বিষয়টি কলকাতা পুলিশকে জানিয়েছে। ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশ। হুমকি ইমেলে দাবি করা হয়েছে, কলকাতা জাদুঘরের একাধিক জায়গায় বোমা রাখা রয়েছে। এই খবর পেতেই ইন্ডিয়ান মিউজিয়ামে হাজির হয়েছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। পাঠানো হয়েছে বম্ব স্কোয়াড। বাহিনীতে বাহিনীতে ছয়লাপ মিউজিয়াম। মিউজিয়াম খালি করে জাদুঘরে বোমার সন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে, তল্লাশির ঘটনায় এদিন জাদুঘরে ঘুরতে আসা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আপাতত বন্ধ রাখা হয়েছে জাদুঘর। জাদুঘরের সামনের বেশ কিছুটা অংশ ঘিরে ফেলা হয়েছে। পথচারীদের ফুটপাত ছেড়ে বড় রাস্তা দিয়ে যেতে বলা হয়েছে। কে বা কারা এই হুমকি ইমেল পাঠাল তা তদন্ত করে দেখছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)