• ৭০ ঘণ্টা কাজের নিয়ে শিক্ষিতদের ‘কৃষক, শ্রমিকদের কাছে কৃতজ্ঞ থাকতে বললেন নারায়ণমূর্তি
    দৈনিক স্টেটসম্যান | ০৫ জানুয়ারি ২০২৪
  • বেঙ্গালুরু, ৫ জানুয়ারি? এর আগেও কাজের সময় নিয়ে তিনি আলোচনার কেন্দ্রে থেকেছেন৷ দেশকে এগোতে হলে কাজের সময়সীমা বাড়ানো দরকার বলে মন্তব্য করেছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি৷ এবার ফের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ নিয়ে ‘শিক্ষিত’দের খোঁচা দিলেন নারায়ণ মূর্তি৷
    সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের নিদানের হয়ে আরও সুর চড়ালেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি৷ একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দেশের বঞ্চিতরা সাংঘাতিক পরিশ্রম করে বলেই শিক্ষিতদের বেশি কাজ করতে হয় না৷’ সপ্তাহে ৭০ ঘণ্টা করে কাজের নিদান দিয়ে সোশাল মিডিয়ায় ব্যাপক ট্রোলের শিকার হয়েছেন৷ কিন্ত্ত নিজেই কর্মজীবনে ৮৫ থেকে ৯০ ঘণ্টা কাজ করেছেন প্রতি সপ্তাহে৷ তাই নিজের মতামত থেকে মোটেও সরবেন না তিনি৷ বিখ্যাত শিল্পপতি নারায়ণমূর্তি বলেছিলেন, “ভারতের কর্ম-উৎপাদনশীলতা বিশ্বের মধ্যে সবচেয়ে কম৷ আমার মতে তরুণদের অবশ্যই বলা উচিত, এটা আমার দেশ৷ আমি ৭০ ঘণ্টা কাজ করতে চাই৷” প্রসঙ্গে জার্মানি ও জাপানের উদাহরণও তুলে ধরেছেন তিনি৷ এই মন্তব্য করার পরেই বিতর্কের শিরোনামে উঠে আসেন নারায়ণমূর্তি৷ প্রস্তাবের পক্ষে-বিপক্ষে মতামত দিয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব৷
    ইনফোসিস প্রতিষ্ঠাতা আরও বলেন, “আমি নিজেই নিয়মিত প্রতি সপ্তাহে ৮৫ থেকে ৯০ ঘণ্টা কাজ করেছি৷ নিজে প্রয়োগ না করে কখনই অন্যদের পরামর্শ দিই না আমি৷ সপ্তাহে সাড়ে ৬দিন আমি অফিসেই থাকতাম৷ সকাল ৬টায় বাড়ি থেকে বেরিয়ে ২০ মিনিটের মধ্যে অফিসে পৌঁছে যেতাম৷ আবার রাত সাড়ে আটটার সময়ে বেরতাম অফিস থেকে৷” উল্লেখ্য, বিতর্কের মধ্যে স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন সুধা মূর্তিও৷ তিনিও সাফ বলেন, সপ্তাহে ৯০ ঘণ্টা ধরে কাজ করার প্রথা রয়েছে পরিবারে৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)