• আত্মহত্যা ঠেকাতে আমেরিকার গোল্ডেন গেট ব্রিজে টাঙানো হল লোহার জালি...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবাঞ্ছিত আত্মহত্যা ঠেকাতে গোল্ডেন গেট ব্রিজের দুই পাশে লোহার তৈরি জালি টাঙাল আমেরিকার সান ফ্রান্সিসকো কর্তৃপক্ষ। ১৯৩৭ সালে সেতুটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তারপর থেকেই সেতুটি থেকে লাফিয়ে আত্মহত্যা করেছে প্রায় দুই হাজার মানুষ। ফলে স্থানীয় বাসিন্দারা সেতুকে নিরাপদ করে তোলার দাবি করে। সেই দাবি মেনেই ২০১৮ সালে সেতুর দুই পাশে বিশ ফুট চওড়া লোহার জাল বসানোর কাজ শুরু করা হয়। ২.৭ কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটির প্রায় ৯৫ শতাংশ জুড়ে জাল লাগানোর কাজ সম্পন্ন হয়েছে। আত্মহত্যার উদ্দেশে সেতুটি থেকে লাফ দেওয়ার পরও প্রায় ৪০ জন ব্যক্তি প্রাণে বেঁচে ফিরেছেন। সেই মানুষদেরই একজন কেভিন হাইন্স নামে এক ব্যাক্তি। বেঁচে যাওয়ার পর থেকে তিনি নিজেই আত্মহত্যা প্রতিরোধে কাজ করছেন বলে জানা গিয়েছে। তবে জাল লাগানোর কাজ শুরুর পর থেকে কমেছে আত্মহত্যার সংখ্যা।
  • Link to this news (আজকাল)