• গাজায় হামাসের হাতে পণবন্দি ১৩৬ ইজরায়েলি
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: প্রায় তিন মাস ধরে প্যালেস্টাইনের গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ২২ হাজারেরও বেশি প্যালেস্টাইনি। এরপরেও হামাসের হাতে আটক থাকা বেশিরভাগ পনবন্দিকে উদ্ধারই করতে পারেনি ইজরায়েল। তিন মাসের টানা সংঘর্ষের পর এখনও ১৩৬ ইসরায়েলি হামাসের হাতে আটক রয়েছে। এক সাংবাদিক সম্মেলনে ইজরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘১৩৬ ইসরায়েলি এখনও গাজা উপত্যকায় বন্দি রয়েছে, যার মধ্যে ৩ জন সাধারণ নাগরিকও রয়েছেন। যাদের প্রাথমিকভাবে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেলেও পরে জানা যায় তারা গাজায় বন্দি।’ এর আগে জানা গিয়েছিল, গাজা উপত্যকায় ১২৯ জন বন্দি রয়েছেন। সেই হিসেব এবার বেড়ে দাঁড়িয়েছে ১৩৬। হামাসের হাতে আটক থাকা বন্দিদের প্রকৃত সংখ্যা সম্পর্কে ইজরায়েলেরই পরস্পর বিরোধী পরিসংখ্যানের আভাস পাওয়া যাচ্ছে।
  • Link to this news (আজকাল)