• আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের দৌড়ে কামিন্স-হেড-কোহলি-জাদেজা...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ২০২৩ সালে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স-ট্রাভিস হেড এবং ভারতের বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। গত বছরের পুরুষ ও মহিলা ক্রিকেটারের মনোনয়ন তালিকা শুক্রবার প্রকাশ করেছে আইসিসি। পুরুষ বিভাগে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি এবং মহিলা বিভাগে রাচেল হেইহো ফ্লিন্ট ট্রফি তুলে দেওয়া হবে। মহিলা বিভাগে মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার চামারি আতাপাথু, অস্ট্রেলিয়ার অ্যাশলেগ গার্ডনার ও বেথ মুনি এবং ইংল্যান্ডের ন্যাট সাইভার-ব্রান্ট।পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে আইসিসি। সেখানে জায়গা পেয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড-উসমান খোয়াজা এবং ইংল্যান্ডের জো রুট। কামিন্সের নেতৃত্বে ২০২৩ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ যেতে অস্ট্রেলিয়া। দুটি ফাইনালেই শতরান করেন ট্র্যাভিস হেড। বছরে তিন ফরম্যাট মিলিয়ে প্রায় ১৭০০ রান করেছেন তিনি। তবে তৃতীয়বারের জন্য স্যার গ্যারফিল্ড সোবার্স ট্রফি জয়ের বড় দাবীদার কোহলি। গত বছর শচীন টেন্ডুলকারের সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৫০ শতকের মালিক হয়েছেন তিনি। ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কোহলির সঙ্গে বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় আছেন জাদেজা। গত বছর তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ ৬৬ উইকেট নিয়েছেন তিনি। ব্যাট হাতেও ৬১৩ রান করেছেন জাদেজা।
  • Link to this news (আজকাল)