• ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের রাঁধুনিকে নিয়ে ভারতে টেস্ট খেলতে আসছে ইংল্যান্ড...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছেন বেন স্টোকসরা।‌ ২৫ জানুয়ারি শুরু প্রথম টেস্ট। বাইশ গজের পাশাপাশি মাঠের বাইরের প্রস্তুতি সেরে ফেলল ইংল্যান্ড দল। স্টোকসদের সঙ্গে আসবেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের শেফ ওমর মেজিয়ানে। ২০২২ ডিসেম্বরে পাকিস্তান সফরেও তাঁকে দলের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গ্রিন আর্মিদের হোয়াইটওয়াশ করে থ্রি লায়ন্সরা। এবার লম্বা সফরে আসছেন স্টোকসরা।‌ মার্চের মাঝামাঝি পর্যন্ত সিরিজ চলবে। তাই ক্রিকেটারদের স্বাস্থ্যর দিকে বাড়তি নজর দেওয়া হচ্ছে। লম্বা সফরে স্থানীয় খাবার খাওয়ার পক্ষপাতী নয় ইংল্যান্ডের ক্রিকেটাররা। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানায়, "সাত সপ্তাহের সফরে অসুস্থতা এড়াতে নিজেদের রাঁধুনি নিয়ে ভারতে আসবে ইংল্যান্ড দল। ক্রিকেটারদের খাওয়া দাওয়ার খেয়াল রাখতে ২৫ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হওয়ার আগেই তিনি হায়দরাবাদে দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ডের ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলের পরিষ্কার, পরিচ্ছন্ন পরিষেবা নিয়ে তাঁদের কোনও সন্দেহ নেই। কিন্তু তেল, মশলা এড়াতে অনেক ক্রিকেটারই শুধুমাত্র এনার্জি বার এবং পিৎজা খেয়ে থাকে। লম্বা সফরে সেটা যাতে না হয়, সেই কারণেই দলের সঙ্গে ব্যক্তিগত শেফ নিয়ে আসা হচ্ছে।" প্রথম টেস্ট হায়দরাবাদে। বাকি চারটে টেস্ট যথাক্রমে বিশাখাপত্তনাম, রাজকোট, রাঁচি এবং ধর্মশালায়। প্রথম টেস্ট শুরুর মাত্র তিনদিন আগে ভারতে আসবে ইংল্যান্ড দল। অর্থাৎ বিনা প্রস্তুতিতেই নামবেন স্টোকসরা।‌ যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে ইংল্যান্ডের প্রাক্তনীরা।‌ 
  • Link to this news (আজকাল)