• ৯ জুন টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান, রোহিতদের প্রথম ম্যাচ ৫ জুন...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৯ জুন নিউইয়র্কে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান। মেগা ইভেন্টের দ্বিতীয় ম্যাচেই একে অপরের বিরুদ্ধে নামবে দুই চিরশত্রু। ৫ জুন রোহিতদের বিশ্বকাপ অভিযান শুরু আয়ারল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপের বাকি দুটো ম্যাচ ১২ এবং ১৫ জুন যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে। শুক্রবার বিশ্বকাপের সূচি প্রকাশিত করে আইসিসি। আইপিএলের ঠিক পরই ১ জুন শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। ২০টি দলকে চারটে গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে দুটো দলকে নিয়ে হবে সুপার এইট। ১ থেকে ১৮ জুন গ্রুপ লিগের ম্যাচ হবে। ২৬ এবং ২৭ জুন সেমিফাইনাল। ফাইনাল ২৯ জুন। গ্রুপ এ-তে রয়েছে ভারত। ভারতের গ্রুপে আছে পাকিস্তান, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। প্রবাসী ভারতীয়দের কথা মাথায় রেখে ভারতের গ্রুপ লিগের ম্যাচগুলো মার্কিন যুক্তরাষ্ট্রতে হবে। গ্রুপ বি-কে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। গত দু"বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া রয়েছে সেই গ্রুপে। এছাড়াও আছে নামিবিয়া, স্কটল্যান্ড এবং ওমান। দু"বারের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ রয়েছে গ্রুপ সি-তে। একই গ্রুপে আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান, উগান্ডা এবং পাপুয়া নিউ গিনি। গ্রুপ ডি-তে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস এবং নেপাল। 
  • Link to this news (আজকাল)