• বান্ধবীকে খুনের ১১ বছর পর প্যারোলে জামিন পেলেন পিস্টোরিয়াস ...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অবশেষে মুক্তি। প্যারোলে মুক্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। শুক্রবার সকালে প্রিটোরিয়ার জেল থেকে জামিনে মুক্তি পান তিনি। বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে হত্যার ১১ বছর পর ছাড়া পেলেন "ব্লেড রানার।" ২০১৩ সালে বান্ধবীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন ২৯ বছরের বান্ধবীকে উদ্দেশ্য করে চারটে গুলি চালান তিনি। পরে অদ্ভুত কথা বলতে শোনা যায় পিস্টোরিয়াসকে। দাবি করেন, বান্ধবীকে গুলি করছেন বুঝতে পারেননি। চোর ভেবে গুলি চালান। কিন্তু আদালতে এই যুক্তি খাটেনি। ২০১৬ সালে জেল হয় তাঁর। ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয় দক্ষিণ আফ্রিকার অ্যাথলিটকে। কিন্তু শেষপর্যন্ত প্যারোলে জামিন পেলেন পিস্টোরিয়াস। প্রয়াত বান্ধবী রিভার মা জামিনের বিরোধিতা করেননি। কিন্তু বাকি মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও সবকিছু খতিয়ে দেখার পরই পিস্টোরিয়াসকে প্যারোলে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকার আদালত। নভেম্বরে তাঁর প্যারোলে মুক্তি চূড়ান্ত হয়। উল্লেখ্য, কার্বন ফাইবারের পা লাগিয়ে দৌড়তেন তিনি। ২০১২ লন্ডন অলিম্পিকেও অংশ পিস্টোরিয়াস। 
  • Link to this news (আজকাল)