• আম্বানিকে পিছনে ফেলে এশিয়ায় ধনীদের তালিকায় শীর্ষে আদানি ...
    আজকাল | ০৬ জানুয়ারি ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: এশিয়ার শীর্ষ ধনীর তকমা পেলেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। ২০২৩ সালে সম্পদের হিসেবে অনেক চড়াই-উতরাই পেরিয়ে তিনি ফের শীর্ষস্থান দখল করেছেন। পাশাপশি, ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, হিন্ডেনবার্গ মামলায় সিটের তদন্তের প্রয়োজন নেই। মার্কিনভিত্তিক শর্ট সেলার হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট প্রকাশ্যে আসার পর বড় ধরনের ধস নেমেছিল আদানির ব্যবসায়। এই রায়ের পর স্বস্তি ফিরেছে আদানির। সুপ্রিম কোর্টের রায়ের পরেই আদানি গোষ্ঠীর শেয়ার দ্রুতহারে বাড়তে থাকে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে আদানির মোট সম্পদ একদিনে ৭.৭ বিলিয়ন ডলার বেড়ে ৯৭.৬ বিলিয়ন হয়েছে। এর পরেই মুকেশ আম্বানিকে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন তিনি। কর্পোরেট জালিয়াতির হিন্ডেনবার্গের অভিযোগ অস্বীকার করা সত্ত্বেও, আদানি গোষ্ঠী গত বছর বাজার মূল্যে ১৫০ বিলিয়নের বেশি হারায়। সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি পাওয়ায় আদানিকে বলতেও শোনা গেছে, ‘সত্যের জয় হয়েছে’। আদানি গ্রুপ পরবর্তী দশকে তার ব্যবসায় সবুজ রূপান্তরের জন্য ১০০ বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, কয়লা ব্যবসার বাইরে ডাটা সেন্টার, কৃত্রিম বুদ্ধিমত্তা, নগর উন্নয়ন, বিমানবন্দর এবং মিডিয়াতে তার সাম্রাজ্য বিস্তারের পথ প্রশস্ত করেছে।
  • Link to this news (আজকাল)